সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি উল্লেখযোগ্য পর্যটন স্থল। প্রতিবছর বাংলাদেশে বিপুল সংখ্যক দেশী বিদেশী পর্যটক বেড়াতে আসে। আলোচ্য নিবন্ধে বাংলাদেশের পর্যটন স্থান সমূহের নামের তালিকা জেলাওয়ারী প্রকাশ করা হলো।
খুলনা বিভাগসম্পাদনা
খুলনা জেলাসম্পাদনা
কবি কৃষ্ণচন্দ্র ইন্সটিটিউট
খানজাহান আলী সেতু
খুলনা বিভাগীয় জাদুঘর
জাতিসংঘ পার্ক
দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স
বীরশ্রষ্ঠ রুহুল আমিনের মাজার
রুপসা নদী
শহীদ হাদিস পার্ক
সুন্দরবন
খানজাহান আলী কর্তৃক খননকৃত বড় দিঘী
খুলনা শিপইয়ার্ড
গল্লামারী স্মৃতিসৌধ ও বধ্যভূমি
জাহানাবাদ বনবিলাস চিড়িয়াখানা ও শিশু পার্ক
তিতুমীর
পিঠাভোগ
প্রেম কানন
বকুলতলা
মংলা পোর্ট
রাড়ুলী
রেলস্টেশনের কাছে মিস্টার চার্লির কুঠিবাড়ি
সেনহাটি
সোনাডাঙ্গা সোলার পার্ক
বাগেরহাটের জেলাসম্পাদনা
চিলা চার্চ
সাবেক ডাঙ্গা পুরাকীর্তি, খানজাহানের বসতভিটা
কচিখালি
কটকা
কোদালামঠ
খান জাহান আলীর মাজার
গোপাল জিউর মন্দির
দুবলার চর
মংলা বন্দর
ষাট গম্বুজ মসজিদ
সুন্দরবন
সুন্দরবন
ইংরেজ শাসনের বিরুদ্ধে বিদ্রোহী শহীদ কৃষক রহিমুল্লাহর বাড়ি
এক গম্বুজ মসজিদ
কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর সমাধি
চন্দ্রমহল রনজিতপুর
চুনাখোলা মসজিদ
জমিদার ক্ষিতিষ চন্দ্রের বসতবাড়ির ধ্বংসাবশেষ
জিন্দাপীর মসজিদ
ঠান্ডাপীর মসজিদ
দশ গম্বুজ মসজিদ
নয় গম্বুজ মসজিদ
নাটমন্দির
নীলসরোবর
পীর আলী মুহাম্মদ তাহেরের সমাধি
প্রফুল্ল ঘোষের বসতবাড়ি,
বিবি বেগুনি মসজিদ
ব্রিটিশ সেনাদের পর্যবেক্ষণ টাওয়ার
মোরেলের স্মৃতিসৌধ
রণবিজয়পুর মসজিদ
রামজয় দত্তের কাছারিবাড়ি
রেজা খোদা মসজিদ
শাহ আউলিয়াবাগ মাজার,
সিঙ্গাইর মসজিদ
সুন্দরবন এর করমজল
সুন্দরবন রিসোর্ট বারাকপুর
হজরত খানজাহান আলীর (রহ.) সহচর পীর শাহ আউলিয়ার মাজার
সাতক্ষীরা জেলাসম্পাদনা
জোড়া শিবমন্দির
সুন্দরবন
গুনাকরকাটি মাজার,
চেড়াঘাট কায়েম মসজিদ,
টাউন শ্রীপুর,
তেঁতুলিয়া মসজিদ (তালা),
নলতা রওজা শরীফ (কালিগঞ্জ)
প্রবাজপুর মসজিদ,
বুধহাটার দ্বাদশ শিবকালী মন্দির,
বৌদ্ধ মঠ (কলারোয়া),
মাইচম্পার দরগা,
মান্দারবাড়ী সমুদ্র সৈকত (শ্যামনগর)
মোজাফফর গার্ডেন অ্যান্ড রিসোর্ট, (মন্টু মিয়ার বাগানবাড়ি)
যশোরেশ্বরী মন্দির, (শ্যামনগর)
যিশুর গির্জা
লাপসা (সাতক্ষীরা),
শ্যামসুন্দর মন্দির,
হরিচরণ রায়চৌধুরীর জমিদারবাড়ি (শ্যামনগর)
যশোর জেলাসম্পাদনা
ভবদহ বিল
হাজী মুহাম্মদ মহসিন এর ইমামবাড়া,
অভয়নগর মন্দির,
কবি মধুসুদনের বাড়ি সাগরদাড়ী,
কায়েমকোলা মসজিদ,
কেশবপুরের হনুমান গ্রাম
গাজী-কালু-চম্পাবতীর কবর,
গাজীর দর গাহ
ঘোপের মসজিদ,
চড়ো শিবমন্দির
জেস গার্ডেন পার্ক
জোড়বাংলার দশভুজার মন্দির,
দশ মহাবিদ্যামন্দির,
নুনগোলা মসজিদ,
পঞ্চরত্ন মন্দির,
পাঁচ পুকুর বাগআঁচড়া
পানিগ্রাম রিসোর্ট
বাঘানায়ে খোদা মসজিদ,
বালিয়াডাঙ্গা সর্বজনীন পূজামন্দির,
বিনোদিয়া পার্ক
ভুবনেশ্বরী দেবীর মন্দির,
মনোহর মসজিদ,
মীর্জানগর মসজিদ,
মীর্জানগর হাম্মামখানা,
মুড়লি শিবমন্দির,
রাজগঞ্জ বাওড়
রায়গ্রাম জোড়বাংলা মন্দির,
লক্ষ্মীনারায়ণের মন্দির,
শুক্কুর মল্লিকের মসজিদ,
শুভরাঢ়া মসজিদ,
শেখপুরা জামে মসজিদ,
সীতারাম রায়ের দোলমঞ্চ,
মেহেরপুর জেলাসম্পাদনা
আমঝুপি নীলকুঠি
ভাটপাড়া নীলকুঠি, সাহারবাটি
মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স
মুজিবনগর স্মৃতিসৌধ
আমদহ গ্রামের স্থাপত্য নিদর্শন
জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, সাহারবাটি, গাংনী
পৌর ঈদগাহ
ভবানন্দপুর মন্দির
মেহেরপুর পৌর হল
মেহেরপুর পৌরসভা
মেহেরপুর শহীদ স্মৃতিসৌধ
সিদ্ধেশ্বরী কালী মন্দির
কুষ্টিয়া জেলাসম্পাদনা
গড়াই নদী
মীর মশাররফ হোসেনের বসতভিটা, লাহিনীপাড়া,
মুহিষকুন্ডি নীলকুঠি,
লালন শাহ সেতু
লালন শাহের মাজার,
শিলাইদহ কুঠিবাড়ী,
হার্ডিঞ্জ ব্রিজ (পাকশী রেল সেতু),
আড়-য়া পাড়ার নফর শাহের মাজার,
কালীদেবী মন্দির,
কুমারখালী বাজারে দরবেশ সোনা বন্ধুর মাজার
জর্জবাড়ী,
ঝাউদিয়ার শাহী মসজিদ,
মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘মুক্তবাংলা’
সাফিয়ট গ্রামের জঙ্গলী শাহের মাজার,
টেগর লজ - কুষ্টিয়া শহরের মিলপাড়ায় অবস্থিত এই দোতলা ভবনটি;
পদ্মা গড়াই মোহনা
রেনউইক বাঁধ
ঝিনাইদহ জেলাসম্পাদনা
নলডাঙ্গা রাজবাড়ি
সাতগাছিয়া মসজিদ
বারবাজারের প্রাচীন মসজিদ
শৈলকূপা জমিদার বাড়ি
খালিশপুর নীলকুঠি
গলাকাটা মসজিদ
মল্লিকপুর এশিয়ার বৃহত্তম বটগাছ
গাজীকালু চম্পাবতীর মাজার
জোড় বাংলা মসজিদ
পায়রা দূয়াহ্
শাহী মসজিদ
শিব মন্দির
ঢোল সমুদ্রের দীঘি
মিয়া বাড়ির দালান
পাঞ্জু শাহ'র মাজার
কে,পি, বসুর বাড়ী
চুয়াডাঙ্গা জেলাসম্পাদনা
দর্শনা কেরু অ্যান্ড কোং লি.
কাশিপুর জমিদারবাড়ি
ঘোলদাড়ি জামে মসজিদ
তিয়রবিলা বাদশাহী মসজিদ
ধোপাখালী শাহী মসজিদ
নাটুদহ আট কবর
হজরত খাজা মালিক উল গাউসের (রহ.) মাজার (গড়াইটুপি অমরাবতী মেলা)
নড়াইল জেলাসম্পাদনা
অরুনিমা ইকো পার্ক
চিত্রা রিসোর্ট
নিরিবিলি পিকনিক স্পট
বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স
সুলতান কমপ্লেক্স
হাটবাড়ীয়া প্রজাপতি পার্ক
মাগুরা জেলাসম্পাদনা
পীর তোয়াজউদ্দিন (র) এর মাজার ও দরবার শরীফ (শ্রীপুর)দের চাঁদের হাট দ্বারিয়াপুর
রাজা সীতারাম রায়ের প্রাসাদ-দুর্গ
কবি কাজী কাদের নেওয়াজ-এর বাড়ী (শ্রীপুর)
কবি লুত্ফর রহমান সৃতি পাঠাগার
গরিব শাহের মাজার
বিড়াট রাজার বাড়ী, (শ্রীপুর জমিদারবাড়ি)
মোকাররম আলী (রহ.) দরগাহ
রাজা সীতারাম রায়ের রাজধানীর ধ্বংসাবশেষ (মুহাম্মাদপুর)
শত্রুজিৎপুর মদনমোহন মন্দির
সুলতানী আমলে প্রতিষ্ঠিত আঠারো খাদা সিদ্ধেশ্বরী মঠ
হাজী আব্দুল হামীদ (পীর সাহেব কেবলা রহঃ) এর দরগাহ ও মাজার শরীফ (মাগুরা ভায়না মোড়)।
চট্টগ্রাম বিভাগসম্পাদনা
চট্টগ্রাম জেলাসম্পাদনা
মেধষ মুনি আশ্রম
কৈবল্যধাম আশ্রম
চট্টেশ্বরী মন্দির
সীতাকুণ্ড
ঋষি ধাম
আমানত শাহ (রহ.) এর মাজার
আন্দরকিল্লা শাহী জামে মসজিদ
ওয়ালী খান মসজিদ
চট্টগ্রাম কোর্ট বিল্ডিং
চট্টগ্রাম চিড়িয়াখানা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর
চট্টগ্রাম বৌদ্ধ বিহার
জাতি-তাত্ত্বিক জাদুঘর, চট্টগ্রাম
জিয়া স্মৃতি জাদুঘর
জেএম সেন হল
ডিসি হিল
নাফাখুম জলপ্রপাত
পতেঙ্গা
ফয়েজ লেক
বখশী হামিদ মসজিদ
বদর আউলিয়ার দরগাহ
বাঁশখালী ইকোপার্ক
বাটালি পাহাড়
বায়েজিদ বোস্তামীর মাজার
বোটানিক্যাল গার্ডেন ও ইকো-পার্ক, সীতাকুণ্ড
মহামায়া লেক
লালদিঘি (চট্টগ্রাম)
সিআরবি
ভাটিয়ারী লেক
খইয়াছড়া ঝর্না মিরেশরাই
পারকির চর সমুদ্র সৈকত
নোয়াখালির নিঝুম দ্বিপ
চাঁদপুর জেলাসম্পাদনা
বড়স্টেশন মোলহেড নদীর মোহনা (চাঁদপুর সদর)
জেলা প্রশাসকের বাংলোয় অবস্থিত দুর্লভ জাতের নাগলিঙ্গম গাছ।
চাঁদপুর জেলার ঐতিহ্যের প্রতীক ইলিশ চত্বর
রক্তধারা
অঙ্গীকার
মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন মুক্তিযুদ্ধের স্মারক।
চাঁদপুর চিড়িয়াখানা, সাচার
মৎস্য জাদুঘর,চাঁদপুর।
সরকারী বোটানিকাল গার্ডেন,চাঁদপুর।
সরকারী শিশু পার্ক।
হাজীগঞ্জ বড় মসজিদ (৬ষ্ঠ বৃহত্তম)
হযরত শাহরাস্তি এর মাজার শরীফ
মাদ্দাখাঁ রহঃ জামে মসজিদ
রাগৈ মুঘল আমলের ৩ গম্বু মসজিদ
সাহাপুর চৌধুরী বাড়ি
নাওড়ার মঠ
নাটেশ্বর রায়ের দিঘী
খিলা ব্রিজ
সিকুটিয়া ব্রিজ
শাহ্রাস্তি মডেল থানা দিঘী
মেহের কালীবাড়ি মন্দির
মেঘনা-পদ্মার চর
ফাইভ স্টার পার্ক
গুরুর চর
রূপসা জমিদার বাড়ি
কড়ৈতলী জমিদার বাড়ি
লোহাগড় মঠ
পর্তুগীজ দুর্গ, সাহেবগঞ্জ
মতলব উত্তরে মোহনপুরে মেঘনা নদীর তীর
ফেনী জেলাসম্পাদনা
পাগলা মিয়ার মাজার
ফণা নদী(আদি)/ফেনী নদী(বর্তমান)
ফেনী জেলা শিশু পার্ক
ফেনী পুরাতন এয়ারপোর্ট
ফেনী পৌর পার্ক
বিজয় সিংহ দীঘি
মুহুরী প্রজেক্ট
রাজাঝির দীঘি
শমসের গাজীর দিঘি
শিলুয়া
সূফী সদর উদ্দীন চিশতী (র.) মাজার
নোয়াখালী জেলাসম্পাদনা
গান্ধি আশ্রম
নিঝুম দ্বীপ
বীরশ্রেস্ট রুহুল আমিন জাদুগর এবং স্রিতি পাঠাগার
নোয়াখালী জেলা জামে মসজিদ
বজরা শাহী মসজিদ
মাইজদী কোর্ট বিল্ডিং দীঘি
ম্যানগ্রোভ বনাঞ্চল
শহীদ ভুলু স্টেডিয়াম
মুচাপুর ক্লোজার
রাঙ্গামাটি জেলাসম্পাদনা
সাজেক
নিরিবিলি রিসোর্ট
কাপ্তাই হ্রদ
রাজবন বিহার
ঝুলন্ত সেতু
রাজা জং বসাক খানের দীঘি ও মসজিদ
শুভলং ঝর্ণা।
নিরিবিলি রিসোর্ট
সাজক মনোঘর
মনোআদাম
হাজাছড়া ঝর্না
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র
লক্ষ্মীপুর জেলাসম্পাদনা
জ্বীনের মসজিদ
তিতা খাঁ জামে মসজিদ
দালাল বাজার জমিদার বাড়ী
মজু চৌধুরীর হাট
মেঘনা নদী
রায়পুর মত্স প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্র
কমরেড তোয়াহা স্মৃতিসৌধ
কমলা সুন্দরী দীঘি
দালাল বাজার খোয়াসাগর দিঘী[১]
দালাল বাজার মঠ
নন্দনপুর ঈদগাহ ময়দান
মতির হাট
রামগঞ্জের শ্রীরামপুর রাজবাড়ী
রায়পুর বড় মসজিদ।
শাখারীপাড়ায় শ্রী শ্রী রামঠাকুর আশ্রম
শাহাপুর নীল কুঠি
শিশু পার্ক
শ্রীগোবিন্দ মহাপ্রভু আখড়া
খাগড়াছড়ি জেলাসম্পাদনা
রামগড়
আলুটিলা গুহা
রিছাং ঝর্না
তারেং
গুইমারা
জেলা পরিষদ হর্টিকালচার পার্ক(ঝুলন- ব্রীজ)
দেবতা পুকুর
পানছড়ি অরণ্য কুঠির
পুরাতন চা বাগান
বৌদ্ধ মন্দির
মং রাজবাড়ি
মাতাই পুখিরি
রামগড় চা বাগান
রামগড় পার্ক ও ঝুলন্ত ব্রিজ
রামগড় বি জি বি স্মৃতিসৌধ
রামগড় পাহাড় ও টিলা
লক্ষীছড়ি জলপ্রপাত
সিন্ধুকছড়ি পুকুর
স্বার্থক
কলসির মুখ রামগড়
ভারত বাংলাদেশ বর্ডার
হাতিমাথা পাহাড়ঃ (পাহাড়িরা একে এ্যাডোশিরা মোন বলে। এ্যাডো শব্দের মানে হাতি আর শিরা মানে মাথা।)
কক্সবাজার জেলাসম্পাদনা
কক্সবাজার সমুদ্র সৈকত
ইনানী সমুদ্র সৈকত
লাভনী সমুদ্র সৈকত
হিমছড়ি
আগভামেধা বুদ্ধ খেয়াং
আদিনাথ মন্দির (মহেশখালী উপজেলা)
কালারমা মসজিদ
কুতুপালাং বুদ্ধ মন্দির
কুতুব আউলিয়ার সমাধি
পাটাবাড়ি বুদ্ধ খেয়াং
বীর কামলা দিঘী (কুতুবদিয়া উপজেলা)
বুদ্ধের প্যাগোডা এক গম্বুজ মসজিদ
মাথিন কূপ (টেকনাফ উপজেলা)
মানিকপুরেরে ফজল কুকের সাতগম্বুজ মসজিদ
রামকট হিন্দু মন্দির
রামকোট বুদ্ধ খেয়াং
লামাপাড়া বুদ্ধ খেয়াং (উখিয়া উপজেলা)
শাহ ওমরের সমাধি (চকোরিয়া উপজেলা)
হাসের দিঘী
কুমিল্লা জেলাসম্পাদনা
আনন্দ বিহার
ধর্মসাগর দীঘি
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি
বোটানিক্যাল গার্ডেন
ময়নামতি ওয়ার সেমেট্রি
ময়নামতি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও যাদুঘর
শালবন বিহার
নবাব ফয়জুন্নেসার বাড়ী, লাকসাম
ভাউকসার জমিদার বাড়ী , বরুরা
লালমাই পাহাড়
চণ্ডীমুড়া মন্দির
কুমিল্লা সেনানিবাস
বেওলাইনের মঠ, বরুরা
আদিনামুরা মাজার , বরুরা
দুতিয়া দিঘি
কুমিল্লা চিড়িয়াখানা
ম্যাজিক প্যারাডাইস পার্ক
ফান টাউন
Nice