এমন একটা সময় আমি বসে আছি যে তাকে বলা হয় না দুপুর না সকাল
আবার সময়টা এমন যে বৃষ্টি না পড়ছে না পড়ছে না সূর্য না উঠছে উঠছে না সবকিছু দ্বিধাময় এ যেন এক লুকোচুরি সূর্য এবং বৃষ্টির মাঝে বৃষ্টি এবং সূর্যের মাঝে সত্যি খুব মনমুগ্ধকর একটি পরিবেশ এখন আমি আছি আমাদের গ্রামের ঐতিহ্যবাহী একটি প্রাইমারি স্কুলে
আমি তোমাদের আগেও বলেছি আমার প্রাইমারি স্কুলের কিছু ফটোগ্রাফি আজ আমি দেখাবো আমাদের প্রাইমারি স্কুলের বৃষ্টিভেজা কিছু ফটোগ্রাফি যেখানে বৃষ্টি এসে আমার স্কুল কে আমাদের এই সুন্দরী স্কুল কে করেছে আরো মনমুগ্ধকর বাড়িয়ে দিয়েছে তার সৌন্দর্য
বৃষ্টি নিয়ে পোষ্টগুলো আমি করছি গান বৃষ্টি আমার অনেক পছন্দের একটা জিনিস যা আসলে আমার মন পবিত্র হয়ে যায় এক ধরনের ভালোলাগা কাজ করে আমি জানি তোমাদের বৃষ্টি অনেক ভালো লাগে সত্যি বলতে কি এটা শুধু রাস্তাঘাট কি পরিষ্কার করা হয় না মানুষের মনকে এক অজানা সুখ প্রদান করে
সে ভাবতে পারবেনা সে তার মন হয়ে যায় পবিত্র বৃষ্টির রিমঝিম শব্দ তার মনকে করে তোলে আনন্দে এক অনুভুতির সৃষ্টি করে তাই আশা করি তোমরা তোমাদের বৃষ্টির ফটোগ্রাফি আমার কমেন্টে শেয়ার করতে পারো আর যদি পোস্টটি ভাল লাগে তাহলে অবশ্যই একটা আব্বুর দিবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ হয়ে গেল
আহ স্কুল জীবন!স্কুল জীবনটাই অন্যরকম ছিলো।কোন দ্বিধা বোধ কাজ করতোনা কোন ব্যাপারে।কত স্মৃতি,কত গান,কত আড্ডা এগুলা বলে শেষ করা যাবেনা। কেন জানি তখন বৃষ্টি টা কখনো বিরক্তিকর মনে হয়নি।ভালোই লাগতো।আর এখন ৩দিনের বেশি ৪ দিন বৃষ্টি হলে আর ভালো লাগেনা।জত বড় হচ্ছি মনে হয় জেন পাথর হয়ে যাচ্ছি। ধন্যবাদ পুরনো কথা মনে করিয়ে দেওয়ার জন্য।