তোমাকে যখন লিখছি তখন রাত্রি প্রায় ৩ টা!
একপাশে পূর্ণিমার এক থালা চাঁদ। আরেকপাশে ঝি ঝি পোকার অসহ্য কর চিৎকার,
পুরো শহরটা ঘুমোচ্ছে,
মাঝে মাঝে দুই একটি গাড়ি সাঁই সাঁই করে হাইওয়ে ধরে ছুটে চলেছে।
শরীরের প্রত্যেকটি কোষ হাহাকার করছে একটু নিকোটিন এর জন্য,
এই নিকোটিন এর অভাব হলেই তুমি কেন জানি মস্তিষ্ক ভেদ করে আমার চিন্তার জগত জুড়ে বসো।
ঠিক সেই সময়েই তোমাকে লিখতে বসেছি...
আমার এক পাশে চাঁদ,আরেক পাশে ঝি ঝি পোকার চিৎকার!
সারাশহর জুড়ে কারফিউ চলে,
সাম্রাজ্যবাদ,মৌলবাদ আর গণতন্ত্রের বেশধারী একনায়কতন্ত্র এই দেশের উপরে ক্ষমতার বুলডেজার চালানোর যুদ্ধে মত্ত!
মাঝখানে আমার মতো সাধারণ মানুষেরা মার খায়, দুর্ভিক্ষের কালো থাবা আমাদের চোয়াল বরাবর আঘাত করে,
অথচ দেখো শান্তিপ্রিয়,ভালোবাসা প্রিয় আমরা বরাবর মার খেয়েছি!
তোমার চৌহদ্দি জুড়ে যারা শুধুই শাসন আর ভোগের লালসায় মেতেছিলো,তাদেরকেই তুমি বেছে নিয়েছ। তাদের কাছে শুধুই ভালোবাসা আর শান্তি নিয়ে আমি টিকে থাকতে পারিনি,পারবোও না!
এদেশ ও ঠিক তেমনি তার লাগাম সাম্রাজ্যবাদী,মৌলবাদী,
একনায়কতন্ত্রীদের হাতেই তুলে দিয়েছে!
শান্তিবাদীদের ঠাঁয় তুমিও দাওনি,দেশ ও দেয়নি।
ঝি ঝি পোকা বিরক্তি ধরিয়ে দিয়েছে!
চাঁদ দেখতে দেখতে ঘুমোনোর ইচ্ছে ছিলো,
মাস খানেক আগে একটানা ৩ ঘন্টা ঘুমিয়ে ছিলাম।
বার বার বিছানার এপাশ ওপাশ হতে হতে মনে হয় সমস্ত আশা ইচ্ছে একত্রে সমুদ্র হয়ে,আমাকে গ্রাস করতে আসছে।
সেই সমুদ্রের মাঝে তুমি জাহাজ নিয়ে ছুটছো তোমার গন্তব্যে,
আমার বাঁচার সকল চেষ্টা,
তুমি তোমার মতোই চলছো..
দূরে মিলিটারির গাড়ির সাইরেন ভেসে আসছে।
কুকুর গুলো ঘেউ ঘেউ করতে শুরু করেছে।
গাড়িটা এই ব্লক ক্রস করলো।
আমার এক পাশে চাঁদ,
আরেকপাশে শুনশান, নিরব-নিথর এক শহর!
ঝিঝিরা চিৎকার থামিয়েছে।
মহল্লার নেড়ি কুকুরেরাও চুপচাপ।
আমি ছাদের উপরে চিৎ হয়ে শুয়ে চাঁদ দেখি...
(চলবে..?)
অনেক ধন্যবাদ ।
Khub e chomotkar lilhechen. Jake uddhesso kore likechen se jodi apnar lekha ta bujjte pare taholei apnar lekhar sarthok hobe