Hello বন্ধুরা । আশা করি সবাই ভালো আছো । আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি । আজ পর্দা সম্পর্কে কিছু আপনাদের সামনে তুলে ধরবো । আশা করি ভালো লাগবে ।
পর্দা শরীয়তের একটি গুরুত্বপূর্ণ হুকুম । এ হুকুমের উপর আমল নারীর ইজ্জত, সম্মান বহুগুণ বৃদ্ধি করে ।দুনিয়ার জীবনে তাকে সুসংহত ও নিরাপদ করে । পর্দা নারীর ভূষণ ।নারীর পবিত্রতা, তার স্বকীয়তা , আত্মমর্যাদাবোধ ও ঈমান । মুসলিম সমাজে পর্দার রেওয়াজ আছে । কিন্তু পরিপূর্ণ শরয়ী পর্দা খুব কম । ব্যাপক ভাবে পর্দার ব্যাপারে বিভিন্ন দিক দিয়ে তুরুটি পরিলক্ষিত হয় ।
পর্দা করা মহিলাদের জন্য ফরজ । আমাদের মা ,বোন , স্ত্রী , সন্তানদের পর্দার সঙ্গে রেখে অন্য পুরুষের কু-বাসনা এবং অশ্লীলতা থেকে হেফাজত করি ।
তবে সত্যি কথা বলতে , কিছু মেয়ে জিন্স প্যান্ট + হিজাব পরিধান করে নিজেকে খুব ইসলামি এবং পর্দাশীল নারী হিসেবে গণ্য করে । আল্লাহ তুমি হেফাজত করো ।
চলুন এবার হিজাবের কথা বলি ।
হিজাব: হিজাব হলো মুসলিম নারীদের অধিকার । এই হিজাব হলো মুসলিম নারীদের রক্ষাকবচ । এই অধিকার সারা বিশ্বে প্রতিষ্ঠিত হোক ।
যাইহোক , পর্দা আল্লাহর হুকুম (ফরজ ) । আসুন আধুনিকতার নামে লাগামহীন জীবন পরিহার করি । আল্লাহর হুকুম মেনে চলি ।
আল্লাহ মুসলিম নারীদের , মুসলিমদের হেফাজত করুন ।
❤️অনেক ধন্যবাদ❤️
Aijab pora mane akhonkar meyera mone kore fashion. Porda korle aj amader dash e dorshon namok word tar kono ostitto e thakto na .... Allah sobik sotik buj Dan koruk .amin