আসসালামু আলাইকুম
আমি @Nadia আশা করি সবাই ভালোো আসেন। আমিও আল্লাহর রহমতেে ভালো আছি। আজ আমি পৃথিবীর বর্তমানে আলোচিত একটি বিষয় নিয়ে কথা বলবো।
বৈশ্বিক উষ্ণায়ন এর প্রধান এবং অন্যতম কারন হলো বন উজাড়করন। বন আমাদের প্রাকৃতিক পরিবেশের সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত।
গাছ আমাদের প্রকৃত বন্ধু। গাছের অস্বতিত্ব ছাড়া প্রানীকূল কল্পনা করা যাবে না। আমরা সবাই জানি গাছ আমাদের পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড শুষে নেয় এবং পরিবেশে অক্সিজেন ছাড়ে। যার ফলে আমাদের পরিবেশ এর ভারসাম্য বজায় থাকে।
কিন্তু বর্তমানে বন উজাড়করনের ফলে পরিবেশ থেকে ক্ষতিকারক গ্যাস শোষণ হচ্ছে না। যা আমাদের পরিবেশ এর তাপমাত্রা বৃদ্ধি করছে। গাছ কাটার ফলে বনের পশু - পাখিরা তাদের বাসস্থান হারাচ্ছে যার পরিপেক্ষিতে তারা বাধ্য হয়ে লোকালয়ে প্রবেশ করছে। গাছ কাটার ফলে বৃষ্টির পরিমাণ কমে গেছে । যার ফলে বিভিন্ন জায়গায় মরূভূমির সৃষ্টি হয়েছে। ওসব জায়গায় ফসল উৎপাদন করা যাচ্ছে না এতে দুর্ভিক্ষের দেখা দিচ্ছে। গাছ কাটার ফলে পরিবেশের কার্বন ডাই অক্সাইড এর পরিমাণ বেড়ে গেছে যা আমাদের ওজোনস্তর এর ক্ষতি করে। যার ফলে সূর্যের অতি বেগুনি রশ্নি সরাসরি পৃথিবীতে আসতে শুরু করেছে।
গাছে কাছ থেকে আমরা ফল, সব্জি, কাঠ পেয়ে থাকি। এভাবে গাছ কাটতে থাকলে আমরা বিভিন্ন ভিটামিন এর অভাবে ভুগবো। তাই আমাদের অধিক পরিমাণে গাছ লাগাতে হবে।
খুব সুন্দর পোস্ট। ধন্যবাদ তোমাকে এমন বিষয়ে তুলে ধরার জন্য।বৈশ্বিক উষ্ণায়ন এর প্রধান এবং অন্যতম কারন হলো বন উজাড়করন। বন আমাদের প্রাকৃতিক পরিবেশের সাথে ওতোপ্রোতো ভাবে জড়িত।