আসসালামু আলাইকুম/ Hi
আশাকরি সকলে অনেক ভালো আছেন, ইনশাআল্লাহ। তো আমি আসলে এই Community তে নতুন, আসলে এ Communityর "We are Bangladeshi" নাম দেখে খুব ইচ্ছে হলো যোগদান করার। তো আজ আমি বাংলার মানুষ আর তাদের মানসিকতা সম্পর্কে একটি আর্টিকেল লেখার চেস্টা করবো, আমি জানিনা আমার আর্টিকেল আপনাদের কাছে ভালো লাগবে কিনা but ছোটোভাই হয়ে রিকুয়েস্ট করবো যে আমার এই আর্টিকেল ভালো।লাগলে লাইক, কমেন্ট, Subscribe করতে ভুলবেন না।
তো শুরু করলামঃ
আপনারা প্রায়ই দেখেন যে বাংলাদেশে খুন হয়, হত্যা হয়, গুম হয়, চাদাবাজি হয়, হয় আরো অনেক কিছু । কিন্তু প্রকৃত ভাল দিকটা কিন্তু বেশিরভাগই লোকচক্ষুর আড়ালে থাকে।
তো বাংলাদেশের মানুষের মন মানসিকতা কেমন?
বাংলাদেশ আমার মাতৃভূমি, যার প্রতি আমার ছোটো থেকেই অনেক টান। তার প্রকৃতি, তার মানুষ যে মনুষ্যত্ববোধ হতে পারে তা কল্পনাহীন। কিন্তু বিদেশ থেকে যদি কোনো অতিথি গ্রাম বাংলায় পা দেয়, তবে কিন্তু তাদের আপ্যায়ন করার জন্য সবাই প্রতিযোগিতায় নেমে যায়। এছাড়াও একে অপরের সাহায্যে, বিপদ আপদে, অনুষ্ঠানে বাংলামায়ের মানুষরা যেভাবে এগিয়ে আসে, আমার মনে হয়না যে অন্য কোনো জাতির মানুষ সেভাবে তাদের কারো প্রয়োজনে এগিয়ে আসতে পারে।
-[ঈষৎ সংক্ষেপিত]
Wow so nice article vaiya onkk sundor likhcen vaiya. Apnar article gulo amar onkk onkk valo lagce thank you so much eto sundor article likhar jonno