স্মার্টফোন আমাদের নিত্যদিনের জীবনের সাথে জড়িয়ে যাওয়া নাম।সকালে ঘুম থেকে উঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত মোবাইল আমাদের নিত্য সঙ্গী।
সেক্ষেত্রে বলাই স্মার্টফোন ব্যতীত আমরা একটি দিন কল্পনা করতে পারিনা।ব্যবসা বানিজ্য,পড়াশোনা থেকে শুরু করে খোজ খবর রাখা সবই এখন হয়ে গেছে স্মার্টফোন কেন্দ্রিক।
যেহেতু আমাদের নিত্য দিনই প্রতি মুহূর্তে স্মার্টফোন ব্যবহার করে থাকি,এর অসচেতন ব্যবহারে ঘটে যেতে পারে মারাত্বক দুর্ঘটনা যা একেবারেই অনাকাঙ্খিত।
আমি আমার পূর্বের আর্টিকেলে স্মার্টফোন ব্যবহারের নানা বিধ সতর্কতা নিয়ে লিখেছিলাম।
সেগুলো মূলত ছিলো স্মার্টফোন বিষয়ক।আমার পূর্বের আর্টিকেলের লিংক:
https://read.cash/@Musso/smartfon-bzbhare-15-strkta15-precautions-to-avoid-danger-0e1ef903
আমি আজকের আর্টিকেলে লিখবো আপনি যখন বাইরের পরিবেশে থাকবেন তখন কিভাবে স্মার্টফোন থেকে ঘটা নানাবিধ দুর্ঘটনা থেকে আপনি বেঁচে থাকবেন আর সেগুলো এড়িয়ে যেতে কি কি সতর্কতা অবলম্বন করবেন সেসব নিয়ে।তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল লিখায় চলে যাই।
১) আপনি যখন বাইরে আছেন,বিশেষ করে এমন কোনো পরিবেশ যেমন: হাসপাতাল,পেট্রোল পাম্প তখন আশেপাশের নিয়ম কানুন সমুহ মেনে চলুন এবং বিপদ চিহ্ন গুলো মেনে চলুন।
যদি স্মার্টফোন ব্যবহার থেকে বিরত থাকতে বলা হয়ে থাকে তাহলে এমন পরিবেশে আপনার স্মার্টফোনটি ব্যবহার করবেন না।
২) পেট্রোল পাম্পে এবং এমন রাসায়নিক মজুত রয়েছে যেমন: রিফুয়েলিং স্টেশন ( Refueling station), রাসায়নিক সংরক্ষনাগার ( Chemical storage) প্রভৃতি এরকম জায়গায় আপনি আপনার স্মার্ট ফোন ব্যবহার থেকে বিরত থাকুন।
এমন পরিবেশে সব ধরনের বেতার তরঙ্গ (Radio wave) ব্যবহার করে এমন ডিভাইস সমুহ ব্যবহার থেকে বিরত থাকুন।
সাধারনত ল্যাব গুলোতে স্মার্টফোন এবং ওয়ারলেস ডিভাইস( Wireless device) সমুহ বন্ধ রাখতে বলা হয়ে থাকে কেননা এগুলোর দ্বারা তরঙ্গ ইন্টারফেরেন্স (Interference) ঘটে যন্ত্র পাতির কার্যক্ষমতা বিঘ্নিত হতে পারে।
তাই আপনি যদি এমন কোনো পরিবেশে থাকেন তাহলে আকস্মিক দুর্ঘটনা এড়াতে নিয়ম মেনে চলুন।
৩) আপনি বিশেষ করে যখন হাসপাতালের নানাবিধ যন্ত্রাংশের কাজ করছেন কিংবা এমন ঘরে রয়েছেন যেমন ইনটেনসিভ কেয়ার ইউনিট (Intensive care unit) বা আই সি ইউ তখন ফোন ব্যবহার করবেন না।
সেখান কার ডাক্তারগনের বলা নিয়ম এবং যে যে বিপদ চিহ্ন গুলো উল্লেখ করা আছে সেগুলো মেনে চলুন।এমন জটিল যন্ত্রাংশের কাজে,আপনার ফোনের তরঙ্গ ( Radio wave) বিঘ্ন ঘটাতে পারে।সতর্ক থাকুন।
৪)এটি সবচে বেশী গুরুত্বপূর্ণ। আপনার আশেপাশে কেউ যদি পেস মেকার ব্যবহার করে থাকেন অথবা এমন কেউ যিনি পেস মেকার ব্যবহার করছেন তাদের স্মার্টফোন ব্যবহারে সতর্ক থাকা উচিত।
কমপক্ষে ১৫ সেন্টিমিটার দূরত্ব বজায় রাখতে হবে,পেসমেকার এবং মোবাইলের মধ্যে।এদের মধ্যে তরঙ্গ ইন্টারফেরেন্স (Wave interference) ঘটে পেসমেকার কাজ করা বন্ধ করে দিতে পারে।
সেক্ষেত্রে যিনি পেস মেকার (Pace maker) ব্যবহার করছেন তার জন্যে মারাত্বক ঝুঁকির।তাই আপনি যদি পেস মেকার ব্যবহার করে থাকেন কখনো বুক পকেটে আপনার ফোন রাখবেন না।
যে পাশে পেস মেকার লাগানো থাকবে তার বিপরীতে কানে ফোন দিয়ে কথা বলবেন।এছাড়াও নানাবিধ মেডিক্যাল ইকুইপমেন্ট ( Medical equipment) যেমন: হিয়ারিং এইড ( Hearing Aid) আশেপাশে আপনার ফোনটি ব্যবহার থেকে বিরত থাকুন।
৫) আপনি যখন বিমানে(Aircraft) আছেন তখন বিমানের নিরাপত্তা নিয়ম কানুন ( Safety regulations) গুলো মেনে চলুন।যখন ফোন বন্ধ রাখতে বলা আছে তখন ফোন বন্ধ রাখুন। কারো একটু অসতর্কতা থেকে ঘটে যেতে পারে মারাত্বক দুর্ঘটনা।
৬)আপনি যখন গাড়িতে থাকবেন তখন ট্রাফিক আইন গুলো মেনে চলুন,গাড়ি চালানোর সময় যতো প্রয়োজনই থাকুক না কেনো আপনার ফোন ব্যবহার করবেন না।একটু অসাবধানতা থেকে ঘটতে পারে দুর্ঘটনা।
৭) ঝড় বৃষ্টি আর বজ্রপাতের সময় আপনি যখন বাইরে অবস্থান করছেন আপনার ফোন ব্যবহার থেকে বিরত থাকুন এবং নিরাপদ স্থানে অবস্থান করুন।
৮)আপনার ফোন যখন চার্জ হচ্ছে তখন চার্জার ক্যাবল লাগানো অবস্থায় কখনোই ফোন কল করবেন না।আপনার ফোনটি চার্জ থেকে খুলে তারপর কল করুন।
৯) অতিরিক্ত আদ্রতা বা ভেজা পরিবেশ যেখানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশী এমন পরিস্থিতে আপনার স্মার্টফোনটি ব্যবহার করবেন না।এতে করে আপনার ফোনের চার্জিং পোর্ট নষ্ট হওয়া, শর্ট সার্কিট হতে পারে।
১০) আপনি যখন ফোনের ফ্ল্যাশ ব্যবহার করছেন তখন ফ্ল্যাশ চোখের কাছে আনবেন না।ফ্ল্যাশ তাৎক্ষণিক ভাবে দৃষ্টি শক্তির ক্ষতি ( Visual impairment) করতে পারে।
যেহেতু স্মার্টফোন আমরা নিত্যদিন ব্যবহার করি এবং বাইরেও ব্যবহার করতে হয় সেক্ষেত্রে বাইরের পরিবেশের জন্যে সতর্কতাও জরূরী।একটু অসাবধানতা থেকে ঘটে যেতে পারে ভয়াবহ দুর্ঘটনা।
যেটা কখনোই কাম্য নয়।তাই এমন দুর্ঘটনা এড়াতে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরী।এই সতর্কতা গুলো অবলম্বন করার মাধ্যমে এই বিপদ গুলো এড়িয়ে যাওয়া সম্ভব হবে।