মেয়েরা কাঁদে কারণে,অকারনে কাঁদে
কখনো নিজের জন্যে , কখনো প্রিয় মানুষ গুলোর জন্যে । আবার কখনো নিজের "আসল" বাড়ীটা খুঁজে পাওয়ার জন্য।
মেয়েরা ভাসমান থাকে জীবন ভর। কখনো বাপের বাড়ি, কখনো শশুর বাড়ি, কখনো সন্তানের বাড়ি। আর সবশেষে নিকস অন্ধকারে। সারাজীবন উৎসর্গ করে তবুও মেয়েদের জানা হয়না । সে আসলে কোন বাড়ির ফিক্সড মেম্বার তবুও চারপাশ সামলায়
এবং বেঁচে থাকে কখনো মুল্য নিয়ে । কখনো মুল্য হীন হয়ে। তবুও সে ভালো থাকতে চায় নিজের জন্য,প্রিয় মানুষ গুলোর জন্যে। মানুষের জন্ম একটা হলেও, মেয়েদের জীবনে জন্ম আসে কয়েকবার। কারো সুখের জন্ম, কারো বিষাদের জন্ম, জন্মান্তরে মেয়েরা চিরকালই পাতা। চূরমুর করে ভাঙ্গার অধিকার শুধু মেয়েদের কেই । এটা কি ঠিক বলুন
তাই একটু ভাবুন আর বুঝার চেষ্টা করুন ।
তাদের কে একটু ভালবাসা এবং সম্মান করুন
মেয়েরা হলো মা জাতি আমাদেরসবার উচিতমেয়েদের ভাল ব্যাবহার করা