যতো আমরা বড় হচ্ছি, বেঁচে থাকার দিন গুলো একটা একটা দিন করে কমে আসছে ততোই আমরা আঁকড়ে ধরতে চাই আমাদের অতীত কে, এই কোয়ারেন্টাইনের দিনগুলোতে ছেলেবেলাটা আরো বেশি করে হাতছানি দিয়ে ডাকছে,ছোটবেলায় অতি সামান্য অগুরুত্বপূর্ণ জিনিস গুরুত্বপূর্ণ হয়ে দেখা দিচ্ছে চোখের সামনে। তেমনই এক ভালোবাসার জিনিস ছিলো টিফিন বক্স। স্কুলের টিফিন বক্স নিয়ে আসলে আমাদের নস্টালজিকতার কোন সীমা পরিসীমা নেয়। যদিও নিজের বক্স টার থেকে অন্যদের টিফিন বক্সটার দিকেই বেশি আগ্রহ থাকতো আমাদের। ওই বন্ধুটা হয়য়ো আজ তার টিফিন বক্সে বেশি ভালো খাবার নিয়ে এসেছে, যেমন করেই হোক, তার থেকে কিছুটা ভাগ বসাতেই হবে। খুব ছোটবেলায় তো স্কুলে যাওয়ার অন্যতম আগ্রহই ছিলো টিফিন খাওয়ার লাভ।
আহা, অতীতের ছেলেবেলার সবকিছু বড়ো মধুুুর হয়ে ধরা দেয় এখন। আরেকটি বার যদি ফিরে যাওয়া যেতো সেসব দিনে! সবকটি মুহূর্তে নষ্ট না করে কাজে লাগাতাম।
সেই ছোট বেলার কথা মনে পড়ে গেল.. অনেক সুন্দর একটা পোস্ট..অনেক কিছু মনে পড়ে গেল সেই টিফিন বক্স নিয়ে সেই বন্ধুদের সাথে এক টেবিলে খাওয়া😥😥