রাত চারটা বেজে দুই। নিজের সাথে কথার বলার বা নিজেকে নিয়ে ভাবনার খুবই উত্তম সময়। আমার সব সময় মনে হয় আমার পক্ষে আর যাই হোক কোনদিন লেখালেখি হবে না। এমনকি নিজের মনের ভাবটাও নিজের কাছেই মাঝে মাঝে প্রকাশ করতে পারি না, অচেনা লাগে।
এখন সময়টা ভিন্ন, অফুরন্ত সময় মানুষের। নিজেকে বোঝার, নিজের সাথে কথা বলার, আপনজনদের বোঝার। বিগত অনেক বছর মনে হচ্ছে কেমন জানি একটা পালিয়ে বেড়াচ্ছি, সবকিছুতেই আছি জলজ্যান্ত কিন্তু কোথাও একটা নেয়, সবসময় খুব অস্থির যেন, কোনভাবেই স্থির হতে পাচ্ছি না।
পৃথিবীর মারাত্মক অসুখ করেছে, কখন সারবে আমরা কেউ জানি না। অপেক্ষায় আছে গোটা বিশ্ব, নতুন সকাল দেখবার। এই সময়টা একেবারেই উপযুক্ত, নিজেকে দেয়ার জন্য।
পৃথিবী সেরে উঠুক, তারপর না হয় আমরা আবার দৌড়াবো :)
I Didn't know that you are writing so well dear. Hope for the best, everything will be fine very soon.