সাময়িক ভাবনা

4 20
Avatar for Munia
Written by
4 years ago

রাত চারটা বেজে দুই। নিজের সাথে কথার বলার বা নিজেকে নিয়ে ভাবনার খুবই উত্তম সময়। আমার সব সময় মনে হয় আমার পক্ষে আর যাই হোক কোনদিন লেখালেখি হবে না। এমনকি নিজের মনের ভাবটাও নিজের কাছেই মাঝে মাঝে প্রকাশ করতে পারি না, অচেনা লাগে।

এখন সময়টা ভিন্ন, অফুরন্ত সময় মানুষের। নিজেকে বোঝার, নিজের সাথে কথা বলার, আপনজনদের বোঝার। বিগত অনেক বছর মনে হচ্ছে কেমন জানি একটা পালিয়ে বেড়াচ্ছি, সবকিছুতেই আছি জলজ্যান্ত কিন্তু কোথাও একটা নেয়, সবসময় খুব অস্থির যেন, কোনভাবেই স্থির হতে পাচ্ছি না।

পৃথিবীর মারাত্মক অসুখ করেছে, কখন সারবে আমরা কেউ জানি না। অপেক্ষায় আছে গোটা বিশ্ব, নতুন সকাল দেখবার। এই সময়টা একেবারেই উপযুক্ত, নিজেকে দেয়ার জন্য।

পৃথিবী সেরে উঠুক, তারপর না হয় আমরা আবার দৌড়াবো :)

3
$ 0.00
Sponsors of Munia
empty
empty
empty

Comments

I Didn't know that you are writing so well dear. Hope for the best, everything will be fine very soon.

$ 0.00
4 years ago

গভীর রাত নিজেকে অনুধাবন করার জন্য বেশ ভাল সময়। তখন তুমি তোমার নিজের সাথে থাকো। তোমার দুর্বলতা, তোমার শক্তি, তোমার নিজেকে প্রকাশ করো। সব কিছু ঠিক রেখেও নিজেকে কিছুটা হলেও মেলে ধরা যায়। তোমার সব ভাবনা গুলো নিয়ে লেখো। তোমার স্মৃতিগুলো নিয়ে লেখো। আমি খুব অবাক হয়েছি তোমার লেখা দেখে। এইটা রেখো। আমি আরো পড়তে চাই তোমার লেখা। ❤

$ 0.00
4 years ago

তোমার এই কমেন্টটা মাত্র নজরে আসলো, আসলে অনেক কথায় তো মানুষের সাথে সাথে তার মনে ২৪ ঘন্টা ঘুরপাক খেতে থাকে, নিজের সাথে কথা। সাথে নোটবুক বা ডায়েরী না থাকায় আমার মনে হচ্ছে এই জায়গাটা উত্তম নিজের এই ভাবগুলোকে লিখে ফেলার জন্য।

$ 0.00
4 years ago

হ্যা তুমি চাইলেই এইটাকে তোমার ডায়েরি হিসেবে তোমার মনে ভেতরের ভাবনা গুলো টুকে রাখতে পারো। তোমার একাকিত্ব কেটে যাবে। আর এই লকডাউন খুলে গেলে আবার না হয় আগের জীবনে ফিরে যাবে কিন্তু তখনও এই অভ্যাসটা থামিও না।

$ 0.00
4 years ago