ঘুমাতে পারিনা কতো দীর্ঘদিন। নিয়ম করে শরীর কে বিশ্রাম দেয়া হয়তো হয় ঠিকই, কিন্তু মনকে তো ঘুম পাড়াতে পাড়ি না, শান্ত করতে পারি না।
একটানা মানুষ কাজের সাথে থাকলে বা শারীরিক পরিশ্রমে ক্লান্ত হয় সাধারণত , নিজের সাথে নিজের মনের ভেতর দীর্ঘদিন বাস করলেও যে ক্লান্তি আসতে পারে সেটা নিজেকে দিয়ে টের পাচ্ছি।
কিছু সময়ের জন্য পালাতে চাই, নিজের মনের কাছ থেকে।
2
$
@Munia
posted
4 years ago
Take some rest and divert your mind! Tou will feel better.