দৈনন্দিন টানাপোড়ন

১.এই পৃথিবীতে উপদেশ বা জ্ঞান দেয়ার লোকের অভাব নেয়। দিনশেষে সে কাজটাকেই প্রাধান্য দেয়া উচিত, যেটাতে তুমি আনন্দ লাভ করো।

২. চারপাশে সবাই শুধু বলতে চায় নিজের দুঃখের কথা। শোনার কেউ নেই। শোনার সময় বা ইচ্ছা কোনটাই মানুষের কাছে নেয়।

৩.আনন্দের সময় কাটাচ্ছি এটার চেয়ে আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো আনন্দের সময় কাটাচ্ছি এটা অন্যদের দেখানো।

ভালো থাকার চেয়েও আমাদের কাছে গুরুত্ব বহন করে ভালো আছি এটা অন্যদের কাছে প্রকাশ করা।

2
$
User's avatar
@Munia posted 3 years ago

Comments

You will not gain happiness by showing it;You will get it by distribution.

$ 0.00
3 years ago