গর্ভধারিণী- সমরেশ মজুমদার

18 43
Avatar for Munia
Written by
4 years ago

যতোটুকু মনে পড়ে অষ্টম শ্রেনীতে যখন পড়ছি, এক বন্ধু বইটা এনে দিয়েছিলো পড়তে। প্রথম তিন চার পৃষ্ঠা পড়ার পর আগ্রহ তেমন একটা পাচ্ছিলাম না, অচেনা নিষিদ্ধ একটা জগতের হাতছানি ছিলো প্রথম পাতাগুলিতে। সে কারনেই বোধহয় বইটা শেষ করার ইচ্ছে জেগেছিলো। স্কুল, স্যারের বাসা প্রাইভেট সবকিছু মিলে আসলে দিনে বই পড়ার সময় আসলে খুব বেশি থাকতো না, আমাদের বই পড়াটা তাই ছিলো স্কুলে, ক্লাসের ফাঁকে। বই পড়ার অভ্যাসটা এখন প্রায় নেই বললেই চলে। অথচ বেশিরভাগ বই আমার পড়া সেই স্কুল জীবনে ক্লাসের ফাঁকে। গর্ভধারিণী বইটার মাঝামাঝি পর্যায়ে এসে জয়িতার প্রেমে পড়ে গিয়েছিলাম আমরা। আমাদের ঘন্টার পর ঘন্টা আলোচনা চলতো জয়িতা কে নিয়ে, ঠিক এমন একটা জীবন চাইতাম আমরা তখন, কল্পনা করতাম জয়িতা, সুদীপ, আনন্দ, কল্যাণদের মতো সব ছেড়ে দিয়ে এমন একটা জায়গায় চলে যাবো যেখানে কেউ চিনতে পারবে না আমাদের, ছোট বাচ্চাদের পড়ালেখা শেখাবো, অনুন্নত একটা জাতিগোষ্ঠীকে আলোর মুখ দেখাতে সাহায্য করবো। আমাদের মনোজগতে মারাত্মক প্রভাব বিস্তার করেছে এই বইটা। আমরা আমাদের কল্পনার একটা জগৎ তৈরি করে নিয়েছিলাম আমাদের মতো করে ।

সমরেশ পড়া শুরু তখন থেকে।তারপর থেকে বহু উপন্যাস পড়া হয়েছে। কিন্তু গর্ভধারিণীর আবেদন ছিলো অন্যরকম। উপন্যাস এর শেষের দিকে এসে তবে আমরা কেউই কেন জানি সেই সাহসী জয়িতার পরের কাজটাকে সমর্থন করতে পারি না। শেষদিকে মনে হয়েছিলো জয়িতা তার আর্দশ থেকে দূরে সরে গেছে হঠাৎ।

প্রথম দিকের সমরেশ এর লেখাগুলোর যে ধার ছিলো এখনকার লেখা গুলোতে সেগুলো খুঁজে পাই না আমি। এটা হতে পারে, মুগ্ধ হবার বয়সটা আমি পার করে এসেছি। এখন কোন কিছুই মনে সহজে দাগ কাটে না!

12
$ 0.00
Sponsors of Munia
empty
empty
empty

Comments

I read this book. Amazing one. Loved it. Thanks for posting.

$ 0.00
4 years ago

Glad to know that you are reading one of my favourite book. Most welcome my friend.

$ 0.00
4 years ago

ভালো লিখছেন আপু। আপু এটা কি সত্যি ঘটনা নাকি গল্প?🙄

$ 0.00
4 years ago

এটা আমার কথা,আমার খুব পছন্দের একটা বই নিয়ে লেখার চেষ্টা করেছি। ধন্যবাদ, সাথে থাকবার জন্য।

$ 0.00
4 years ago

অনেক পছন্দের বই আর লেখক। যদিও সাতকাহন আমার আরো বেশি পছন্দের ছিল। সেই স্কুলের সময় টা আসলেই দারূণ। এখন আর সেই আগের মত শিহরিত হবার ব্যপারটা কমে গেছে আমাদের। যদিও বই পড়ার অভ্যাস এখন ও কমে নি। শুধু মাত্রাটা একটু কমে গেছে। ভালো লিখেছিস ❤

$ 0.00
4 years ago

পরবর্তীতে ভেবে রেখেছিলাম সাতকাহন নিয়ে কিছু লিখবো। আমার আর বই পড়ার নেই বললেই চলে এখন। এতো কিছুর ভিড়ে সময়ের সাথে সাথে আমার আমিকে অনেক আগেই হারিয়ে ফেলেছি।

$ 0.00
4 years ago

কিছু কিছু বই বারবার পড়া যায়,গর্ভধারিণী তেমন একটা গল্প। পড়বার সময় চোখের সামনে সব দৃশ্য ভেসে উঠতো। তোমার লেখা পড়ে বইটা আবার পড়তে ইচ্ছে হচ্ছে।

$ 0.00
4 years ago

আমারো এক বার পড়ার সৌভাগ্য হয়েছিলো শুধু, ভেবে রেখেছিলাম আবার পড়বো কোন এক সময়ে কিন্তু এখন মনে হচ্ছে পরের বার পড়তে গিয়ে যদি মুগ্ধতা নষ্ট হয়ে যায়!

$ 0.00
4 years ago

I love to read books. This is one of the best books I have ever read.

$ 0.00
4 years ago

আমারো খুব প্রিয় এটা। এই বইটার পরে সমরেশের ত্রিরত্ন মানে কালবেলা, কালপুরুষ, উত্তারাধিকার সবচেয়ে পছন্দের বই।

$ 0.00
4 years ago

Very interesting article... actually somebooks are so satisfying that we read it Once again...I also have done this for পুতুল নাচের ইতিকথা written by Manik bandhopaddhay..this is an amazing book indeed.

$ 0.00
4 years ago

পুতুল নাচের ইতিকথা আমার অন্যতম পছন্দের বই। মানিকের আরো কিছু লেখা প্রিয়। শত ব্যস্ততার মাঝে নিজেকে সময় দিতে আমরা ভুলে যায়। বই খুব ভালো সাথী হতে পারে এসময়।

$ 0.00
4 years ago