ছাত্র ইংরাজি পরীক্ষা দিয়ে আসার পরে.................
শিক্ষকঃ (গম্ভীর কণ্ঠে) কিরে পরীক্ষা কেমন দিলি?
ছাত্রঃ ভালো।
শিক্ষকঃ কী এসেছিল কোশ্চেন?
ছাত্রঃ ঐ তো, শেক্সপিয়ারের পাঁচটা নাটকের নাম লিখতে বলেছিল, আর সেগুলো কী নিয়ে লেখা, সেইটা বলতে বলেছিল।
শিক্ষকঃ পারলি?
ছাত্রঃ হ্যাঁ, হ্যাঁ, ও তো আমার মুখস্ত।
শিক্ষকঃ (অবাক হয়ে ) কী লিখলি?
ছাত্রঃ (দৃঢ় কণ্ঠে) লিখলাম, শেক্সপিয়ার খুব মামলেট খেতে ভালবাসত। একবার ডিমের মধ্যে হ্যাম পড়ে গেছিল বলে সেটা হয়ে গেল হ্যামলেট। তাই নিয়ে একটা নাটক।
😄😆🤣😂😅
শিক্ষকঃ (শুকনো গলায়) বাহ! আর?
ছাত্রঃ তারপর একদিন ওর মা রান্নাঘরে দুধ গরম করতে বসিয়ে বাথরুমে গেছিল, বলে গেছিল, বাবা, একটু খেয়াল রাখিস। সেই দুধ উথলে উঠে পুড়ে গেল। তাই নিয়ে লিখল - ওথেলো।
শিক্ষকঃ (এক গ্লাস পানি এক নিঃশ্বাসে খেয়ে ) তারপর ?
ছাত্রঃ তারপর একবার ও আর ওর মা ভেনিসে গেছিল, সেখানে গিয়ে ওর মার গলার চেন হারিয়ে গেল। তাই নিয়ে একটা নাটক লিখল - মার চেন অফ ভেনিস।
শিক্ষকঃ (মাথার চুল ছিঁড়তে ছিঁড়তে ) নেক্সট?
ছাত্রঃ জুলিয়েট নামে এক মেয়ে রোমে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিল। এরপর হোমিও ওষুধ খেয়ে সুস্থ হয়। এই কাহিনী নিয়ে শেক্সপিয়ার লিখেছিলেন রোমিও জুলিয়েট।
শিক্ষকঃ (বুকে হাত বোলাতে বোলাতে) আর পাঁচ নম্বর?
ছাত্রঃ আর একটা কী যেন ? কী যেন, কী যেন ? ও হ্যাঁ, শেক্সপিয়ারের মেয়ে হয়েছিল জুলাই মাসে সিজার করে, তার নাম দিয়েছিল জুলিয়া। সেই নিয়ে নাটক - জুলিয়া'স সিজার।
শিক্ষক চেয়ার থেকে মাটিতে বেহুশ হয়ে পড়লেন।
🤓🤓🤑🤑🤑✨💥👀👀🌹💐