সময়ের মূল্য

0 4
  • মানব জীবনে সময়ের মূল্য খুবই গুরুত্বপূর্ণ ।তাই আমাদের উচিত সময়কে গুরুত্ব দেওয়া।টাকাপয়সা ,স্বাস্থ্য হারিয়ে গেলে তা আবার ফিরে পাওয়া যায় কিন্তু সময় একবার বিফল হলে তা আর ফিরে পাওয়া যায় না।

  • সঠিক সময়ে কাজ না করলে,সময় হারিয়ে গেলে আমরা কাজটি করতে পারি না আর পরবর্তীতে গিয়ে তার ফল আমাদের ভোগ করতে হয় কঠিন ভাবে।

  • নদীর স্রোত যেমন একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না তেমনই সময়ও একবার চলে গেলে আর ফিরে পাওয়া যায় না তাই নদীর স্রোতের সাথে সবাইকে তুলনা করা হয়েছে,তাই প্রত্যেকটা ব্যক্তি বিশেষ করে ছাত্রছাত্রীদের সময়ের সঠিক ব্যবহার করা উচিত সময় অপব্যবহারে সবার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায়।

  • অতীত আর ভবিষ্যৎ চিন্তায় বিভোর না থেকে বর্তমানকে কাজে লাগানোই বুদ্ধিমানের কাজ।আর তারাই সফল হয় সবসময়ই যারা বর্তমানকে কাজে লাগায়।

আমাদের উচিত সময়ের কাজ সময়ে করা,পরে করব বলে কোন কাজকে হেলা না করা। আমরা সবাই জানি কর্ম আমাদের অধিকার ফলে নয় তাই কর্ম করে যেতে হবে ।

যত বেশি সময় কে কাজে লাগাবো, ততবেশি আমাদের জীবনে সফলতা অর্জন করতে পারব।

1
$ 0.00

Comments