পুরুষ:❤❤
সুন্দর এই পৃথিবী এবং পৃথিবীর সবকিছু
আল্লাহর সৃষ্টি; তিনি সবকিছুর মালিক,অগণিত সৃষ্টির মধ্যে সবচেয়ে সেরা হলো মানুষ....
মানুষকে লিঙ্গ ভেদে দুই ভাগে সৃষ্টি করেছেন: ১:পুরুষ ও ২:নারী____
লিঙ্গ অর্থ হলো চিহ্ন,আর চিহ্নের সাহায্যে আমরা কোন কিছু চিনতে পারি;যেমনটা আমরা নারী-পুরুষকে চিনতে পারি।
আল্লাহ নারী-পুরুষের মধ্যে বৈষম্য তৈরি করে সৃষ্টি না করলেও কালে-ক্রমে জাতি,ধর্ম,বর্ণ,সমাজ ভেদে মানুষ নারী-পুরুষের মধ্যে বৈষমতা সৃষ্টি করেছেন।
সমাজে পুরুষকে বেশি প্রাধান্য দেন এবং পৃথিবীর প্রত্যেকটা দেশে পুরুষতান্ত্রিক সমাজ গঠন করা হয়।
আমাদের সমাজ ব্যবস্থা যেহেতু পুরুষতান্ত্রিক তাই আমাদের পুরুষ সম্পর্কে জানা উচিত...
আদিকাল থেকে মানুষ পুরুষকে নারী হতে শক্তিশালী ও বেশি যোগ্য বলে মেনে আসতেছে।
প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো ও খারাপ দুইটা গুণ বিদ্যমান-
পৃথিবীতে কিছু মানুষ ভালো, আবার কিছু মানুষ খারাপ।
তাহলে পুরুষ বলতে কি আমরা শুধু ভালো গুণের মানুষ
অথবা শুধু খারাপ গুণের মানুষ বুঝবো..?
না--------
কেননা মানুষ যেহেতু ভালো-খারাপ দুইটা গুণের সীমাবদ্ধ তাহলে পুরুষ ও দুই রকম আছে।
ভালো ও চরিত্রবান পুরুষ এবং খারাপ ও দুশ্চরিত্র পুরুষ।
[ ] চরিত্রবান পুরুষ :
• একজন ভালো গুণের পুরুষ সবার আগে একজন ভালো মনের মানুষ হয়।
• তারপর হয় কারো প্রিয় সন্তান, কারো হাজবেন্ড, কারো বাবা বা কারো ভাই।
• একজন পুরুষের যখন ভালো গুণ ও চরিত্রবান হয় তখন সে শ্রেষ্ঠ সন্তান,বাবা,হাজবেন্ড,ভাই হতে পারে।
• একজন ভালো গুণের পুরুষকে যে কেউ চোখ বন্ধ করে ভরসা করতে পারে,বিশ্বাস করতে পারে।
• বিশেষ করে" নারী"কারণ বর্তমানের সব পুরুষের কাছে নারীরা নিরাপদ নয়।
• চরিত্রবান পুরুষ পরিবার, সমাজ ও দেশের দায়িত্ব নিয়ে সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালনা করতে পারেন।
• চরিত্রবান পুরুষ সবার চোখে সবসময় সম্মানের পাত্র হয়ে থাকেন। পরিবারে, সমাজে, দেশে যেকোন বিষয় তার সাথে আলোচনা করেন।
• এবং তার মতামতের গুরুত্ব দেন।
চরিত্রবান পুরুষরা পারেন সমাজের কুসংস্কার,অন্যায়-অত্যাচার বন্ধ করতে।
[ ] দুশ্চরিত পুরুষ
• মন্দ স্বভাব বা দুশ্চরিত পুরুষ কখনো কারো প্রিয় অথবা প্রিয়জন হতে পারেনা।
• না হতে পারে সে ভালো সন্তান,,না ভালো হাজবেন্ড,না ভালো বাবা না ভালো ভাই।
• পরিবার, সমাজ,দেশ কোথাও সে বিশ্বাস,ভরসার যোগ্য হতে পারেনা।
• দুশ্চরিত মন্দ স্বভাবের পুরুষ সবসময় অপরের ক্ষতি করে বেড়ায়।
• তার কাছে,কারো দুঃখ-কষ্ট,ভালোবাসার মূল্য থাকে না,পরিবার, সমাজ,দেশ এর মানুষকে আঘাত করতে সে দ্বিদা বোধ করেন না;মন্দ স্বভাবের পুরুষ পশুর চেয়ে অদম হয়ে যাই।
• চরিত্রহীন পুরুষের কাছে প্রতিনিয়ত নারীরা নির্যাতিত হয়,ধর্ষিত হয়.
• দুশ্চরিত পুরুষ কখনো কারো দায়িত্ব নিয়ে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেনা।
মূলত
একজন চরিত্রবান পুরুষ পরিবার, সমাজ,দেশ সব ক্ষেত্রে আশির্বাদ স্বরুপ।
এবং একজন দুশ্চরিত পুরুষ অভিশাপ স্বরুপ।
তাই পুরুষতান্ত্রিক সমাজ, পরিবার ও দেশের জন্য পুরুষকে হতে হবে সৎ,ন্যায়বান,চরিত্রবান।
মন্দ- স্বভাব,অন্যায় এর পথ থেকে নিজেকে বিরত রাখতে হবে।
চরিত্রবান পুরুষ সবসময় আল্লাহ ও সবার প্রিয়
মানুষ হয়ে থাকেন।
জীবন এমন হওয়া উচিত..
" মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভূবণ"
Amazing Article , I'm totally surprised...Thanks for submit this post. Keep going my support always with you & don't forget me beautiful...