প্রত্যেকটা মানুষের জীবনে একজন প্রিয় মানুষ থাকে, সে প্রিয় মানুষের শিক্ষায় আমরা নিজের জীবন পরিচালিত করি, সেই প্রিয় মানুষটি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি ।
আমার জীবনে এমন একজন ব্যক্তি আছেন তিনি হলেন আমার মা,,,,❤️❤️
তিনি হলেন সবচেয়ে,, আপন সবচেয়ে কাছের,, সবচেয়ে মূল্যবান তার মত আপন পৃথিবীতে আর কেউ হতে পারে না,,জন্মের পর থেকে প্রতিটা মুহূর্ত আমাদের সাথেই থাকেন তিনি কখনও এক মুহূর্তের জন্য আমাদেরকে তার থেকে দূরে রাখেন না আমাদের প্রতি টা কাজে আমাদের পাশে থাকে।
তিনি শুধু আমাকে জন্ম দিয়ে লালন, পালন করে বড় করেছেন তা নয় তিনি আমার সকল বিপদ-আপদ, ভালো -খারাপ থেকে আমাকে আগলে রাখেন। আমার ভালো খারাপ নিয়েই তিনি সবসময় চিন্তিত থাকেন ।
আর আমার সফলতা তিনি অনেক বেশি খুশি হয়। মা কখনো তার নিজের কষ্ট আমাদের বুঝতে দেয়না হাজার কষ্ট হলেও আমাদের মুখে হাসি ফোটানোর জন্য তিনি সবসময় কষ্ট করে।
আমার জীবনে আমার মায়ের অবদান বলে শেষ করা যাবে না ,,জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত তাঁর অবদানের কোন শেষ থাকবে না। প্রত্যেকটা দিন আমার সকল কাজে আমাকে সহযোগিতা করেন,,, এবং আমাকে আদর্শ মানুষ হিসেবে তৈরি করার জন্য যথেষ্ট চেষ্টা করেন ও কষ্ট করে। মোটকথা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মায়ের অবদানের ঋণ কখনো শোধ করতে পারব না। প্রত্যেকটা সন্তানে উচিত মাকে সম্মান করা।মায়ের সাথে ভালো ব্যবহার করা,, মাকে কষ্ট না দেওয়া মায়ের কষ্ট বুঝার চেষ্টা করা।
শুধু তাই নয় মায়ের ""পায়ের নিচে আমাদের জান্নাত ""মাকে কষ্ট দিলে কখনো জান্নাত লাভ করতে পারব না। মাকে কষ্ট দিলে আল্লাহর আল্লাহ আমাদের উপর নিরাশ হয়। সন্তানের প্রতি মায়ের ভালোবাসা অসীম একজন আদর্শ মা পারেন একজন আদর্শবান সন্তান গড়ে তুলতে।
তাই সবাইকে বলছি মাকে ভালোবাসো ,,মাকে সম্মান করো ,,
মাকে কারো সাথে তুলনা করো না কারণ মায়ের সাথে কারো তুলনা হয়না।
আই লাভ মাই মা।
ঠিক বলেছেন, মাকে কারো সাথে তুলনা যায় না কারণ মায়ের সাথে কারো তুলনা হয়না। খুবই অসাধারন লেগেছে আপনার কথা গুলো। এ রকম আরো পোষ্ট করবেন আশা করি। সবসময় পাশে আছি, পাশে পাবেন।