সব পাখপাখালিরা ঘুমাচ্ছে তাদের নীড়ে,চারপাশ নিস্তব্দ, নাই কোন সাড়া-শব্দ
প্রাকৃতির এই অপার লীলা ভূমি দেখে প্রাণ জুঁড়ে যাই।
একখণ্ড বিশাল মেঘ চাঁদটিকে ঢেকে দিয়েছে।চাঁদের আলো এখন আর চোখে লাগছে না। চারদিক কি সুন্দর লাগছে। কি অসহ্য সুন্দর। হতাশা,গ্লানি, দুঃখ ও বঞ্চনার পৃথিবীকে এত সুন্দর করে বানানোর কি প্রয়োজন ছিল কে জানে ?
প্রকৃতি রহস্য পছন্দ করে বলেই শ্রেষ্ঠ সন্তান মানুষকে নানান রহস্য দিয়ে পৃথিবীতে পাঠায়। সারাজীবন প্রতিটি মানুষ তার রহস্যের খেলা খেলে। কিন্তু প্রকৃতি দাঁড়িপাল্লায় মেপে সবাইকে সমান রহস্য দেন না ।
জোসনা রাতে চাঁদের আলোর মতো সুন্দর হোক পৃথিবার সকল মানুষের মন ও মানসিকতা।
It's really good to see the moonlight night view. I also love to see this view. Good article.