আজ জানব..
বহুগুণেগুণান্বিত সরিষার তেল সম্পর্কে..
শরীর,স্বাস্থ্য,এবং ত্বকের সুরক্ষায় সরিষার তেলের জুড়ি নেই।
সম্পূর্ণ কাঠের তৈরী যন্ত্রে ঘানি ভাঙানো সরিষা তেল হলে নিশ্চিন্তমনে ব্যবহার করা যায়।
সরিষার তেল হৃদপিণ্ডের সক্ষমতা বাড়ায়,
হৃদপিন্ডকে ৭০ ভাগ হৃদপিন্ডের বিভিন্ন রোগে থেকে মুক্ত রাখে।
হার্টের সমস্যায় যারা বিভিন্ন ভোজ্য তেল পরিহার করছেন তাদের জন্য অবশ্যই খাঁটি ঘানি ভাঙা সরিষার তেল এর দ্বারা হার্টের কোন রকম ক্ষতিই হয় না বরং উপকারী।
কোলেস্টেরল কমাই, শরীরের সর্বস্তরে রক্তসঞ্চালনে সহায়ক।
এতে রয়েছে ভিটামিন ই এন্টি অক্সিডেন্ট সহ আরো অন্যান্য উপাদান। যার কারণে এটি ত্বকের জন্য বেশ উপকারী।
বাচ্চা দের ত্বকে ম্যাসাজ করা গোসলের সময় ব্যবহারে বেশ উপাদেয়
তাছাড়া ত্বকে নিয়মিত ব্যবহারে যেমন রোদের ক্ষতিকর প্রভাব থেকেও বাঁচা যায়
তেমনি ত্বককে করে দাগ হীন প্রাণবন্ত।
আরো বিস্তারিত জানতে জয়েন করুন আমাদের অফিসিয়াল ফেইসবুক গ্রুপে❤