আপনি যত সফল লোক কে দেখবেন হতে পারে বিল গেটস, মার্ক জুকারবার্গ বা যেকোনো হাইলি সাকসেসফুল লোক । এরা সফল কারণ এরা সময়কে সঠিকভাবে ব্যবহার করেছে এই কারণে সফল কারণ এরা লাইফটাইম লার্নার হয়ে থাকে এরা নিজের কাছে প্রমিস করে প্রতিদিন নতুন নতুন কিছু শেখা ওয়ারেন বাফেট,প্রতিদিন 5 ঘন্টা বই পড়ে থাকেন বিল গেটস,প্রতি সপ্তাহে একটি বই পড়ে মার্ক জুকারবাগ, রোজ ৪ ঘন্টা বই পড়েন সবার মধ্যে আপনি একটি কমন জিনিস খেয়াল করেছেন সফল লোক কখনো শেখা বন্ধ করে না আপনি একবার ভাবুন আপনার কাছে ৮৬৪০০ টাকা আছে যা আপনাকে একদিনে খরচ করতে হবে আর দিনের শেষে বাকি টাকা অটোমেটিক হারিয়ে যাবে আর আপনি সেটা কখনো ফিরে পাবেন না তাহলে আপনি কি টাকাটা চলে যাওয়ার আগে খরচ করবেননা, আপনি কি এটা সঠিক কাজে ব্যবহার করতে চাইবেন না যা আপনার ফিউচার কে ভালো করবে কিন্তু আপনি শুনে অবাক হবেন আপনার কাছে রোজগার মাত্র ৮৬৪০০ সেকেন্ড থাকে বেশির ভাগ লোক এটা ফালতু কাজে ব্যবহার করে এর কোন মূল্য দেয় না যে সময় একবার আমাদের কাছ থেকে চলে যাবে সে আর কখনোই আমাদের কাছে ফিরে আসবে না তাই আমাদের সবসময় একে ভালো কাজে ব্যবহার করা উচিত ।
আমাদের সময়কে সেই সব কাজে ব্যবহার করা উচিত যা আমাদের সফলতা দেবে, খুশি দেবে, বা আমাদের জীবনকে ব্যাবহার করার জন্য তৈরি করা উচিত যাতে ভবিষ্যতে আমরা সেটি করতে পারি যা আমরা করতে চাই, আমি এমন অনেক ছেলে মেয়েকে দেখেছি যারা মিনিনলেন্স অনেক কিছুতে টাইম নষ্ট করে থাকে যেমন বন্ধুদের সাথে আড্ডা দেওয়া টিভি দেখা গেম খেলা বন্ধুরা এ সমস্ত জিনিস গতকালকেও ছিল আজও আছে আগামী তো থাকবে কিন্তু যদি আজকের সময় তুমি না পারো তাহলে আগামী দিনে টিভি দেখাও তোমার ভাগ্যে আর থাকবে না যে সব সময় তুমি আজ নষ্ট করছো এই সময় কখনো ফিরে আসবে না ।
আপনার টার্গেট এই কারণে পূরণ হয়না কারণ আপনি সবসময় ভাবেন কিভাবে আপনার টার্গেট পূর্ণ করবেন আপনি শুধুমাত্র আপনার তারগেট সম্পর্কে ভাবেন প্রতিদিনের কাজ সম্পর্কে নয় আর এই কারনেই আপনি আপনার টার্গেট পূর্ণ করতে পারেন না , আপনি আপনার প্রতিদিনের কাজ কে ইনজয় করে দেখুন দেখুন কিভাবে আপনার টার্গেট পূর্ণ হয় যখন তুমি তোমার জীবনের শেষ প্রান্তে চলে আসবে তখন তুমি সেই সবকিছু নিয়ে আফসোস করবে যা তুমি করোনি সেটার জন্য কখনোই হবে না যা তুমি করেছো তাই যা করতে হবে আজি করো যা পড়তে হবে আজি পড়ো কাল কেউ দেখেনি কালকের অপেক্ষা করা বন্ধ করো ।
তো বন্ধরা কেমন লাগলো আমাদের এই পোস্টটি তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন,খোদা হাফেজ ।
absolutely right, hard worker never stop learning.... they always search new things to learn new things... working hard is good to health.