❤রুকাইয়া পানি❤

0 25

#রুকইয়াহ_পানি

#পড়া_পানি

বৃষ্টি ...মহান আল্লাহ এর বিশেষ নেয়ামত। জমজমের পানির পর এতে বিশেষ আসমানী শেফা আছে।

যারা জীন, জাদু, বদনজর এবং শারীরিক নানা রোগে আক্রান্ত তারা সরাসরি খোলা আকাশ থেকে বৃষ্টির পানি সংগ্রহ করে রাখেন রুকইয়াহ পানি তৈরির জন্য। সংগ্রহ করার জন্য পাত্র এমন জায়গায় রাখবেন যেন তা সরাসরি খোলা আকাশ বরাবর হয়, অর্থাৎ গাছের অথবা অন্য কিছুর সংস্পর্শ থেকে মুক্তভাবে এই পানি সংগ্রহ করবেন।

পাশাপাশি সুস্থতার নিয়তে বৃষ্টিতে ভিজলে উপকার পাবেন ইনশাআল্লাহ। বৃষ্টিতে ভেজার সময় দোয়া করতে থাকবেন আর দুরুদ, তিন কুল, আর সূরা আনফাল : ১১ , সূরা সোয়াদ : ৪১-৪২ আয়াত গুলো বার বার পাঠ করবেন। অথবা আল কুরআন থেকে যাই পারেন ওইটাই পাঠ করবেন সাধ্যমত। সংগ্রহ করা পানি একই নিয়মে পাঠ করে পানিতে ফু দিবেন প্রতিটা আয়াত পাঠের পর। সেই দম করা পানি খালি পেটে সকাল, সন্ধ্যা ও রাতে পান করবেন সুস্থতার নিয়তে। পাশাপাশি প্রচুর দোয়া করতে হবে।

বৃষ্টিতে গোসল করলে জ্বর ঠান্ডা হয় এটা ভুল ধারণা। বরকতময় নেয়ামত কখনো অনিষ্ট করতে পারে না, ঠান্ডা লাগে বাতাস বেশি থাকলে। তাই

বৃষ্টিতে ভিজে এসে দ্রুত শরীর মুছে ফেলবেন এবং এক কাপ গরম চা খাবেন বা দুধ খাবেন ।

রাকি ভাইয়েরা আপনারাও বৃষ্টি হলে একটা পরিষ্কার পরিচ্ছন্ন গামলা খোলা আকাশের নিচে রেখে বৃষ্টির পানি সংগ্রহ করতে পারেন রুকইয়াহ পানি তৈরি করার জন্য।

পোস্ট টি শেয়ার করুন যাতে অন্যরাও উপকৃত এবং শিখতে পারে কারো সাহায্য ছাড়াই।

#রুকইয়াহ্ একটি ইসলামিক সুন্নাহ চিকিৎসা।

1
$ 0.00

Comments