আমরা এমন একটা দেশে বাস করি, যে দেশের মানুষদের পরিবারের দায়িত্ব কাঁধে নিতে হয় একরকম বিপদে পরে ! কখনো বাবার মৃত্যুর পর বা কখনো বড়ভাইয়ের মৃত্যুর পর। এই দুর্বিষহ সময়গুলোতেই একজন যুবকের কাঁধে পরিবারের দায়িত্ব উঠে আসে। আমাদের কর্মজীবন শুরু হয় অঘটন দিয়ে…
বাবার অবর্তমানে একটা ছেলেকে জীবনে প্রথম কোন দায়িত্বটা নিতে হয় জানেন? বাবার মৃতদেহ দাফন কাফনের ব্যবস্থা করা। তারপর শুরু হয় চারদিনের মিলাদের জন্য খরচাপাতির ব্যবস্থা করা। চল্লিশার জন্য বাজারে ঘুরেফিরে সবচেয়ে উৎকৃষ্ট গরুটা কিনে নিয়ে আসা…
…এভাবেই আমাদের দেশের ছেলেরা সংসারের হাল ধরা শিখে !
আফসোস ! যে দেশের ছেলেদের দায়িত্ববহ জীবনটাই শুরু হয় অপ্রত্যাশিত ঘটনা দিয়ে। সেখানে তারা আর কতটাই বা সুখে থাকবে?
শত অনিচ্ছাস্বত্বেও কোনোরকম সংগ্রাম করে সমাজে টিকে থাকার জন্যই কর্মজীবনে যেতে হয় এদেশের যুবকদের। বড় হয়ে কিছু হবার স্বপ্ন দেখাটাই এখন ভুল মনে হয়…
মাঝেমাঝে কি মনে হয় জানেন? এদেশে কোনো এন্টারটেইনমেন্টের দরকার নাই। এদেশের ছেলেমেয়েদের ছোটকাল থেকে হার্ডওয়ার্ক করার টিউটোরিয়াল ভিডিও দেখানো উচিত। যাতে বড় হয়ে এই ধাক্কাগুলো সামলাতে তাদের কষ্ট না হয়। আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত হয়ে থাকতে পারে…
খুব আফসোস করেই বললাম কথাগুলো !
আপনার এই গল্পটা পড়ে অনেক ভালো লাগলো। তবে পরিবারের দায়িত্ব একজনকে না একজনকে তো নিতেই হবে। পরিবারে যদি একমাত্র সন্তান অথবা বড় সন্তান হন তাহলে তাকে পরিবারের হাল ধরতে হবে। এমন ধরনের গল্প করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।