১৯৫৪ সালের নির্বাচন বাংলাদেশের ইতিহাসের এক সোনালী অধ্যায়। এ নির্বাচনে বিপুলভাবে জয়ের পর প্রথমবারের মত বাংলার শাসনভার যায় জনসাধারনের দল যুক্তফ্রন্টের নিকট। যুক্তফ্রন্ট সরকার ৩ এপ্রিল ১৯৫৪ সালের শপথ গ্রহন করার ১৬ দিনের মাথায় বাংলা পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে গৃহীত হয়। যুক্তফ্রন্ট সরকার ক্ষমতা গ্রহনের শুরুতেই পশ্চিম পাকিস্তানের শাসকদের চক্ষুশূলে পরিনত হয়। ক্ষমতা হতে যুক্তফ্রন্টকে সরানোর পরিকল্পনা হিসেবে আদমজী জুট মিল দাঙ্গার সূত্রপাত ঘটায়। এই ঘটনায় বাঙালী-অবাঙালী মিলে নিহত হয় প্রায় ৬০০ জন। এমন ঘটনায় পাকিস্তানের গভর্নর গোলাম মুহাম্মদ খান ২ মাসের কম সময়ের মধ্যেই যুক্তফ্রন্ট সরকার বাতিল ঘোষনা করে গভর্নর শাসন জারি করেন এবং জেনারেল ইস্কান্দার মির্জাকে বাংলার গভর্নর নিয়োগ দেন। এবং শেরে বাংলা এ.কে. ফজলুল হক এর এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে দেশদ্রোহী হিসেবে উল্লেখ করে। এভাবেই ১৯৪০ সালের পাকিস্তানের রাষ্ট্র ঘোষক হয়ে যায় পাকিস্তানেরই দেশদ্রোহী।
মূল ভিডিও ইউটিউবেঃ https://youtu.be/1pjDyOBKsPI
আমাদের আরো নতুন নতুন আপডেট পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হতে পারেন।
লিংকঃ- https://www.facebook.com/Eyes-of-History-103560618041200/