বাগেরহাটের ঐতিহ্যেবাহী ছৈলা ফুল(ওড়া ফুল)।
শুধু মাত্র দক্ষিণ অঞ্চের গ্রাম দেখা ছেলেরাই এর সাথে বিশেষ ভাবে পরিচিত।
এই ফলটার পিছন থেকে কিছু অংশ কেটে, একটি প্লেটে খাড়া করে রেখে দিলে। সকালবেলা উঠে এই ফুলের পাপড়ি গুলো খুলে, এর ভিতরে কিছু মধু পাওয়া যায়। সেগুলো খেতে খুবই দারুণ মিষ্টি। একেবারে পিওর মধু। এই মধুতে কোন ভেজাল নেই
Nice