What is love?
ভালবাসা কি? ভালবাসা চার অক্ষরের ছোট একটি বাক্য। যার আবেদন আমাদের মানব জীবনে সীমাহীন! এ এক অদৃশ্য কিন্তু অনুভবের বিষয় নিয়েই সারা দুনিয়া আবর্তিত এবং সারা দুনিয়া টিকেই আছে ভালবাসার কল্যাণে।আর তাইতো ভালবাসার রকম এবং সংজ্ঞা একেকজনের কাছে রকম। অনেকেই বলেন ভালোবাসার কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই।সাধারণতঃ ভালোবাসা হলো আবেগ দ্বারা নিয়ন্ত্রিত হৃদয়ের অভ্যন্তরীণ এমন একটা অনুভুতি, যা ভালোবাসার মানুষটির কাছে সহজে প্রকাশ করা যায় না। ভালবাসা হতে পারে প্রেমিকার সঙ্গে, প্রকৃতির সঙ্গে, কিংবা স্রষ্টার সঙ্গে। ভালোবাসা হৃদয়ের একটি অনুভূতি। ভালোবাসা মানে দূরে থেকেও কাছে থাকার অনুভব করা।ভালোবাসা মানে কমিটমেন্ট। ভালবাসা মানে হলো - একজনের কাছে আরেকজনের দায়বদ্ধতা।
ভালবাসা মানে হল - কখনও প্রিয় মানুষটির প্রতি অশুভ আচরণ না করা,তার ক্ষতি না চাওয়া। সুখে-দুঃখে সব সময় পাশে থাকা। সুখ-দুঃখ ভাগ করে নেয়ার নামই ভালোবাসা।ভালোবাসা মনের একটি অনুভূতি। এ অনুভূতিটাও কেউ দেখতে পায় না, অনুভব করে বুঝে নিতে হয়। ভালোবাসা হবে নিখুঁত, যেখানে থাকবে সম্মানবোধ ও শ্রদ্ধা। মুখে মুখে বুলি আওড়িয়ে বলা যায় ভালোবাসি, ভালোবাসি। কিন্তু তা ঠিক তখনই প্রমাণিত হবে যখন সম্পর্কের মাঝে কমিটমেন্ট ঠিক থাকবে। কেউ কাউকে ছেড়ে যাবে না।
What is love? Love is a short four letter sentence. Whose application is unlimited in our human life! The whole world revolves around this invisible but felt thing and the whole world is sustained by the goodness of love. And so the type and definition of love is different for everyone. Many people say that there is no specific definition of love. In general, love is an inner feeling of the heart governed by emotions, which cannot be easily expressed to the loved one. Love can be with a lover, with nature, or with God. Love is a feeling of the heart. Love means feeling close even from a distance. Love means commitment. Love means - one's obligation to another.
Love means - never behaving badly towards the loved one, never wanting to harm him. Be always by your side in happiness and sadness. Love is the sharing of happiness and sorrow. Love is a feeling of the mind. No one can see this feeling, it has to be felt and understood. Love will be perfect, where there will be honor and respect. You can say I love you, I love you. But it will be proven only when the commitment in the relationship is right. No one will leave anyone.
thanks for reading.
Lead image from unsplash.com
.
To me, love is giving and taking, it can never be one-sided love and I will definitely not love someone if I don't get it from them.