৩ জন নৌকায় নদী পার ৩ জন নৌকায় করে নদী পার হচ্ছিল- ১ম জন : ভাই আপনার নাম কী? ২য় জন : হরিপদ পাল। আপনার নাম কী? ১ম জন : নিতাই হালদার। ৩য় জনকে লক্ষ্য করে- ১ম জন : ভাই আপনার নাম কী? ৩য় জন : আমার নাম গোপাল চন্দ্র গুণ। মাঝিকে লক্ষ্য করে- ৩য় জন : এই তোমার নাম কী? মাঝি : আমার নাম রহিম উদ্দিন বৈঠা। ২য় জন : তোমার নামের এই পদবি তো আগে শুনিনি। মাঝি : ছিলো না, তবে অহন হইছে। কারণ আপনারা একজন পাল ধরছেন, একজন হাল ধরছেন, আর একজন গুণ টানছেন, অহন বৈঠা না হইলে নৌকা চলবো কেমন করে!
2
$
@Mazed214
posted
4 years ago
Wow