"সুখ আর কবে"

বুক ভরা শোক আছে দু:খ্ আছে যত, বেদনার নীল ভাঁজে ব্যথা যত শত।

প্রশমিত হোক সব দূর হোক জ্বালা, ঘুরে যাক নির্বাক জীবনের পালা।

সুখ পাখি খুলে আঁখি মেলে দিক ডানা, শান্তিরা ছিঁড়ে নিক দু:খ্ ভরা-দানা।

কষ্টের জল জানি ছলছল রবে, চোখ জ্বলে সুর তুলে সুখ আর কবে!

সুখ সুখ উন্মুখ সুখ পাওয়া ভার, পুন্যের পথ ছাড়া সুখ আসে আর!?

1
$
User's avatar
@Maya71 posted 4 years ago

Comments