ভালোবাসার অপর নাম পদ্ম। ভালোবাসা মানেই অপরের প্রতি আলাদা একটা মোহ,মায়া,টান। এই টান এতোটাই প্রবল, ছেড়ে যাবার ইচ্ছে পোষন সহজে কেউ করেনা। এই ভালোবাসার জন্য কত কাহিনি,কত মসজিদ,মন্দির,ইমারত,বড় বড় দালান এমনকি তাজমহলও গড়া হয়ে গেছে। আবার এই ভালোবাসার জন্য মানুষ মরণকেও হার মানিয়েছে আত্মহত্যা নামক কাল কে বেছে নিয়ে।
আমার জীবনেও ভালোবাসা এসেছিলো। তবে তাতে কোনো প্রকার মোহ,মায়া দেখিনি। চোখে ছানি পড়লে যেমনটা হয়,তেমনি হয়েছিলো ভালোবেসে। সবকিছু অন্ধকার। আসলে সব আলোতেই ছিলো। ভালোবাসা সেটাকে অন্ধ করে দিয়েছিলো। এখন ভালোবাসা নেই। সবকিছু কেমন যেনো আলোকিত-পুলকিত মনে হচ্ছে।
আমি বুঝতে পারছিনা তাতে কোনো আবেগ ছিলো কিনা। তবে সেটা যে ভালোবাসা ছিলোনা তা আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত.....😉
সেই কাহিনি শুরু হয়েছিলো একটা পদ্ম ফুল থেকেই। শেষ হয়েছিলো পদ্ম ফুলের বিসর্জনের মাধ্যমে...😁
Subscribed u. Pls subscribe me