আসসালামু আলাইকুম
আমরা যারা রীড ক্যাশে কাজ করছি, দেখতে পাচ্ছি যে মোটামুটি সবাই একটা সমস্যায় পড়েছি যে,
কারো পোস্ট ভিউ করে যখন কমেন্ট করতে আসি। তখন সবাই চাই যে কমেন্টের সাথে আপভোট টাও করে দিই।
কারণ
এতে দুজনেরই লাভ হবে।
কিন্তু
কমেন্টের সময় আমরা আপভোট অপশন পাইনা। অনেক চেষ্টা করি একটা আপভোট দেয়ার জন্য কিন্তু অপশন আসে না।
কেনো আপভোট অপশন আসে না? কি করলে আপভোট অপশন পাবো? এটা মোটামুটি সবারই মনে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
আমি অনেক ট্রাই করে একটা সমাধান পেয়েছি। এখন থেকে আপভোট অপশন পাবেন সবাই এবং সবসময়। কিভাবে পাবো চলুন সেটা নিচের দিকে দেখি।
আমরা কারো পোস্ট ভিউ করে সাথে সাথে একটা লাইক দিই এবং কমেন্ট করতে চলে তাই। এটা ভুল!
কারো পোস্ট ভিউ করে আগে ৬-৭ সেকেন্ড পোস্টে ঘোরাঘুরি করবেন। তারপর কমেন্ট করবেন। কমেন্ট করার আগে পোস্টে লাইক দিবেন না। তাহলে আপভোট অপশন পাবেন না।
কমেন্টে কিছু লেখার সাথে সাথেই দেখবেন আপভোট অপশন দেখা যাচ্ছে। তখন আপভোট দিবেন।
এরপর পোস্টে একটি লাইক দিবেন এবং দেখবেন লাইক টা গণনা হয়েছে কিনা! তারপর পোস্ট থেকে বের হবেন।
উপরক্ত পরামর্শ টি কার্যকর কিনা তা যাচাই করতে এই পোস্টেই ট্রাই করুন আপভোট দেয়ার।
আশা করছি সবাই এখন থেকে আপভোট দিতে পারবেন।
আমার পোস্ট টি ধৈর্য্য ধরে পড়ার জন্য ধন্যবাদ সবাইকে। আর সবাই আমার একাউন্ট টা সাবসস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।।
ধন্যবাদ এত ভালো একটা ইনফরমেশন দেওয়ার জন্য।আপনার পোস্টের মাধ্যমে অনেক উপকৃত হইছি।এবং আপভোট অপশন ও পাইছি।আর আমি আপনাকে সাবস্ক্রাইব করছি আশা করি আমিও ফিডব্যাক পাবো।আর একটা প্রশ্ন ছিলো সেটা হলো আপভোট দিলে কি হয় মানে আমার আপনার কোন ধরনের লাভ এটা?আশা করি উত্তর পাবো।আবারো ধন্যবাদ