শহর থেকে ফিরে

3 12
Avatar for MahiRahman
3 years ago

শহর থেকে ফিরে

যদি চলে যাই কবে শহর থেকে ফিরে

ফিরবো না আর এই শহর নগরীরের দিকে

ডেকো না তবে যদি না চাই ফিরে

হয়ত পাবে আমায় কোনো নদীর তীড়ে

সবুজ মাঠের প্রান্তরে অপরাহ্ন মিশেছে

নীল আকাশের সুর্যের সোনালো আভা ফুটেছে

হয়ত বা পাবে বাঊলের বেশে একতারা হাতে

নাহয় যাবে সোনালী ধানের নীড়ে

থাকবো যে রাখালের বাশির হয়ে।

সোনালি দিগন্ত আর মেঘের গুঞ্জন শুনে

হলদে পাখি আর শাঙ্গ চিলের নীড়ে

ইট পাথরে ঢাকা আকাশ টাকে মুক্ত করে।

শহর থেকে ফিরে

যদি চলে যাই কবে শহর থেকে ফিরে

চাইবো না আর ফিরে শব্দ দূষণ আর কোলাহলের দিকে

যাচ্ছি চলে মুক্ত বাতাস আর খাটি মাঠির গন্ধের খোঁজে।।

পাবে আমায় সেই নদীর শাপলা পদ্মর সাথে

মাঝির সাথে পাল হয়ে ভাটিয়ালি ধরে

থাকবো আমি সন্ধ্যা বেলার সাজের বাতি হয়ে

টিনের চালের ছোট কুটির ঘরে..।।

5
$ 0.00

Comments

সত্যিই অসাধারন কবিতা। সাথেই থাকবেন♥️♥️♥️

$ 0.00
3 years ago

কবিতাটা সত্যিই দূর্দান্ত। পাশে থেকো।❤

$ 0.00
3 years ago

Your like comment Back done.

$ 0.00
3 years ago