3
14
শহর থেকে ফিরে
যদি চলে যাই কবে শহর থেকে ফিরে
ফিরবো না আর এই শহর নগরীরের দিকে
ডেকো না তবে যদি না চাই ফিরে
হয়ত পাবে আমায় কোনো নদীর তীড়ে
সবুজ মাঠের প্রান্তরে অপরাহ্ন মিশেছে
নীল আকাশের সুর্যের সোনালো আভা ফুটেছে
হয়ত বা পাবে বাঊলের বেশে একতারা হাতে
নাহয় যাবে সোনালী ধানের নীড়ে
থাকবো যে রাখালের বাশির হয়ে।
সোনালি দিগন্ত আর মেঘের গুঞ্জন শুনে
হলদে পাখি আর শাঙ্গ চিলের নীড়ে
ইট পাথরে ঢাকা আকাশ টাকে মুক্ত করে।
শহর থেকে ফিরে
যদি চলে যাই কবে শহর থেকে ফিরে
চাইবো না আর ফিরে শব্দ দূষণ আর কোলাহলের দিকে
যাচ্ছি চলে মুক্ত বাতাস আর খাটি মাঠির গন্ধের খোঁজে।।
পাবে আমায় সেই নদীর শাপলা পদ্মর সাথে
মাঝির সাথে পাল হয়ে ভাটিয়ালি ধরে
থাকবো আমি সন্ধ্যা বেলার সাজের বাতি হয়ে
টিনের চালের ছোট কুটির ঘরে..।।
সত্যিই অসাধারন কবিতা। সাথেই থাকবেন♥️♥️♥️