জীবন নামের জার্নিটা খুব সহজ নয়, আর বাস্তব বরাবরই কঠিন। পাহাড়িয়া মানুষেরা চলতে চলতে রাস্তায় হাঁপিয়ে গিয়ে তাদের ক্লান্ত কাঁধকে আরাম দেন। আর জীবন পাহাড়ে ক্লান্তি এলে কাঁধের আরাম এই মোটিভেশনাল টোটকা।জীবন লড়াইতে প্রাচীন সৈন্যরা এই টোটকার হাত বাড়িয়ে দেন তাদের আগামীকে। আজ যে ছেলে বেকার চাকরী পায়নি, যে ভদ্রলোক জীবনে সমস্তটা হারিয়েছেন, বা যে মানুষ আজ ট্রেনে ঝুলেছেন, ক্লান্ত হয়েছেন তার জন্যেও এসব কথা। আর আপনি যদি এমনি মন খারাপের স্টেশন দাঁড়িয়ে ভাবেন ”কিছু তো হল না এ জীবনে ” তাহলে বলি বাড়ি ফিরে যান, ঘরে বসে ভাবুন ছেলেবেলাতে ফিরে যান, সেই কাকটাকে মনে করুন যে কলসির তলা থেকে জলটা তুলে এনেছিল, সেই কচ্ছপটাকে মনে করুন যে পিছিয়ে থেকেও রেসটা ছেড়ে চলে যায়নি। আর মশাই ওরা পারলে আপনি পারবেন না? আর সেই রাজাকে মনে আছে যে একটা মাকড়সাকে দেখে শিখেছিল, ওরা পারলে আপনি পারবেন না? পারবেন মশাই পারবেন ।আর মানুষ চাইলে কি না পারে বলুন তো, চোখ মুছুন উঠে দাঁড়ান ।
3
$
@Mahbub3
posted
4 years ago
Life is always difficult, sometimes it is sun, sometimes it is rain, sometimes it is storm.