//কন্যাদিবস //

3 16
Avatar for Madmax
Written by
3 years ago

যে দেশে চাচার হাতে তিনবছরের কন্যাসন্তান ধর্ষিত হয় সে দেশে আবার কিসের কন্যাদিবস???

যে দেশে বিয়ের পর মেয়েরা বাপের বাড়ির মেহমান হয়ে যায় সে দেশে ঘটা করে কন্যা দিবস পালনের কোন অর্থ খুঁজে পাই না আমি।

বউমার গর্ভের প্রথম সন্তান মেয়ে হলে যেখানে শাশুড়ির মুখ কালো হয়ে যায় সেখানে কন্যাদিবস পালনের কোন মানে হয়???

যে দেশে বিশ্বস্ত প্রেমিকের হাত ধরে বেড়াতে যাবার বদলে তরুণী গনধর্ষণের শিকার হয় সেখানে আবার কন্যা দিবস কেনো??

মেয়ে সন্তান কালো বলে বাবা মা যখন মুখ নিচু করে থাকে পাত্রপক্ষের কাছে এমন দেশে চাই না কোন কন্যা দিবস।

রাত নামলেই বাবার আদরের কন্যাটা যখন উঠোন পেরুতেই ভয় পায় সেই দেশে একটা বিশেষ দিনকে কন্যাদের জন্য উৎসর্গ করে কি লাভ বলুন তো???

রাস্তার রিকশাওয়ালা, ঠেলাওয়ালাও যখন কন্যার বয়সী মেয়েটাকে লোভাতুর দৃষ্টি দিয়ে দেখে, অশালীন মন্তব্যে শরীরে কাঁপন ধরিয়ে দেয় কি হবে এসব কন্যা দিবস দিয়ে????

ভালোবেসে বিয়ে করা সুশিক্ষিত পুরুষমানুষটাও যখন প্রিয়তমা স্ত্রীর চোখ তুলে নিতে এতোটুকুও কুন্ঠাবোধ করে না এমন দেশে কন্যা দিবস পালনের দিনটা একটা তারিখ মাত্র।

সারাদিন শারীরিক, মানসিক পরিশ্রম করে সংসারটাকে ঠিকিয়ে রাখা বাবার আদরের রাজকন্যাটাও যখন নিজের কপাল নিজেই টিপে মাইগ্রেনের ব্যাথা কমানোর বৃথা চেষ্টা করে এমন কন্যা দিবসের সেলিব্রেশন সে রাজকন্যার জন্য না।

যেদিন কন্যাসন্তান জন্ম দিয়েছে বলে কোন মাকে আর মাথা নিচু করে রাখতে হবে না, মাঝরাতেও কন্যাসন্তান একা বাসায় ফিরতে পারবে, পাবলিক গাড়িতে কোন

অচেনা পুরুষমানুষের হাত বাবার প্রিয় রাজকন্যাটির শরীর স্পর্শ করবে না...

যৌতুকের দায়ে কোন কন্যা সন্তানকে আত্মহত্যা নামে চালিয়ে দেওয়া নির্মম হত্যাকান্ডের শিকার হতে হবে না সেদিনই হবে কন্যা দিবস পালনের সার্থকতা।

ভালো থেকো অসহায় বাবার রাজকন্যারা। তোমাদের জন্য নিরাপদ পৃথিবী নিশ্চিত করতে না পারায় আমরা লজ্জিত।

3
$ 0.00
Avatar for Madmax
Written by
3 years ago

Comments

যে দেশে বিয়ের পর মেয়েরা বাপের বাড়ির মেহমান হয়ে যায় সে দেশে ঘটা করে কন্যা দিবস পালনের কোন অর্থ খুঁজে পাই না আমি।

বউমার গর্ভের প্রথম সন্তান মেয়ে হলে যেখানে শাশুড়ির মুখ কালো হয়ে যায় সেখানে কন্যাদিবস পালনের কোন মানে হয়???

যে দেশে বিশ্বস্ত প্রেমিকের হাত ধরে বেড়াতে যাবার বদলে তরুণী গনধর্ষণের শিকার হয় সেখানে আবার কন্যা দিবস কেনো??

মেয়ে সন্তান কালো বলে বাবা মা যখন মুখ নিচু করে থাকে পাত্রপক্ষের কাছে এমন দেশে চাই না কোন কন্যা দিবস।

রাত নামলেই বাবার আদরের কন্যাটা যখন উঠোন পেরুতেই ভয় পায় সেই দেশে একটা বিশেষ দিনকে কন্যাদের জন্য উৎসর্গ করে কি লাভ বলুন তো???

রাস্তার রিকশাওয়ালা, ঠেলাওয়ালাও যখন কন্যার বয়সী মেয়েটাকে লোভাতুর দৃষ্টি দিয়ে দেখে, অশালীন মন্তব্যে শরীরে কাঁপন ধরিয়ে দেয় কি হবে এসব কন্যা দিবস দিয়ে????

ভালোবেসে বিয়ে করা সুশিক্ষিত পুরুষমানুষটাও যখন প্রিয়তমা স্ত্রীর চোখ তুলে নিতে এতোটুকুও কুন্ঠাবোধ করে না এমন দেশে কন্যা দিবস পালনের দিনটা একটা তারিখ মাত্র।

সারাদিন শারীরিক, মানসিক পরিশ্রম করে সংসারটাকে ঠিকিয়ে রাখা বাবার আদরের রাজকন্যাটাও যখন নিজের কপাল নিজেই টিপে মাইগ্রেনের ব্যাথা কমানোর বৃথা চেষ্টা করে এমন কন্যা দিবসের সেলিব্রেশন সে রাজকন্যার জন্য না।

যেদিন কন্যাসন্তান জন্ম দিয়েছে বলে কোন মাকে আর মাথা নিচু করে রাখতে হবে না, মাঝরাতেও কন্যাসন্তান একা বাসায় ফিরতে পারবে, পাবলিক গাড়িতে কোন

অচেনা পুরুষমানুষের হাত বাবার প্রিয় রাজকন্যাটির শরীর স্পর্শ করবে না.

$ 0.00
3 years ago

true......

$ 0.00
3 years ago