একদা হাইকোর্টের একটি মামলার সাক্ষী হিসেবে কাজের বুয়া রহিমা কে ডাকা হলো !
বাদী পক্ষের উকিল সাক্ষীকে ঘাবরে দেবার জন্য প্রথমেই একটি প্রশ্ন ছুরে বসলো.......!
উকিল : আপনি আমাকে চেনেন...??
রহিমা : চিনতাম না কেরে ?? আপনি হইলেন আমগো আরিফ সাব ! ছোট বেলায় দুনিয়ার টেন্ডল আছিলেন! দিন রাত খালি মিছা কথা কইতেন ! মাইনষেরে ঠকানি, একজনের লগে তালাতালি সহ দুনিয়ার সব দুই নাম্বার কামে আপনি আছিলেন এক নাম্বারে 😏
অপ্রস্তুত উকিল সাহেব কি করবেন কিছুই বুঝতে পারছিলেন না, খানিকটা রমথম খেয়ে করে বসলেন আরেক ভুল 🤔🤔 বিবাদী পক্ষের উকিলের দিকে আংগুল উচিয়ে প্রশ্ন করলেন ওনাকে চিনেন ??
রহিমা : চিনতাম না কেরে ??ওনি আমগো রেজা সাব !ওনাগো বাইত আছিলাম ২ বছর ! দুনিয়ার আইলসা আর খচ্চর আসলো তাইনে ! দুই ঈদে দুইবার গোসল করতেন ! ওনার বৌ খুব ভালা আছিলো , কিন্তু ওনার চরিত্রের ঠিক নাইগো ভাই! ঘরে বৌ থুইয়া আরো তিনডা বেডির লগে ইটিস-পিটিস কইরতো !এর মইধ্যে আফনের বেগমও আছে,আল্লাহর কিরা🙊
বিবাদী পক্ষের উকিলের অবস্থা কেরোসিন ! উদ্রভ্রান্তের এদিক-ওদিক তাকাতে লাগলেন ! ইতিমধ্যে জজ সাহেব দুই উকিল কে কাছে ডেকে বললেন খবরদার.....তোমরা দুই গর্দবের একজন ও যদি ওই বুয়ারে জিজ্ঞাসা করছো যে আমারে চিনে কিনা ?? তবে তোমাদের দুইজনকেই আমি ফাঁসি কাষ্ঠে ঝুলাবো বলে দিলাম ☹️☹️
খুবই ভয়ানক কাজ হয়ে যাচ্ছিল, বাঁচা গেলো 😅😅
গল্পটা পড়ে অনেক মজা পেলাম। গল্পটা সত্যিই অনেক সুন্দর হয়েছে। আরো অনেক গল্প লিখবেন।অনেক ধন্যবাদ আপনাকে।