4
15
টিকটিক করে চলমান ঘড়ির কাটাও একদিন থমকে যায় তার শক্তির শেষ সীমায় এসে গেলে।
অবহেলা পেতে পেতে পাহাড়ের মতো উঁচু ও মজবুত ভালোবাসাটাও ভেঙ্গে যায় ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে।
অবহেলা আর ব্যস্ততা এক জিনিস নয় দুটো ভিন্ন। অভিনয়ের ঘুম যেমন ভাঙ্গানো যায়না তেমনি মনের ইচ্ছা না থাকলে ব্যস্ততা কেটে উঠা যায়না। ইচ্ছা বিনা ব্যস্ততা থেকে অবসর পাওয়া যায়না।
পৃথিবীতে অবহেলার মতো শাস্তি আর একটিও নেই।
অবহেলার কষ্ট মানুষের মনকে যত সহজে কাঁদিয়ে দিতে পারে আর কোন কষ্টই তা পারেনা।
অবহেলা জিনিসটা আবেগী মানুষেরা পেয়ে থাকে। এজন্যই যে বেশী আবেগ নিয়ে জন্মায় তার মতো পোড়া কপাল আর কারো নেই। তার জীবনের বেশীর ভাগ কষ্ট হয় অবহেলা। আর বেশী খোঁজের বস্তু হয় নিরবতা। সবাই কাজে লাগায় তার সরলতা।
আরে ভাই পৃথিবীতে বেঁচে থাকতে হলে মানুষের অবহেলা আর করুনার ও প্রয়োজন আছে কিছু একটা করার প্রেরনা তো এইখান থেকেই আসে।ধাক্কা খেয়ে দরজা আর রুমের লাইট বন্ধ করে হা হুতাশ করা সহজ,ধাক্কাটাকে দাঁতে দাঁত লাগিয়ে জীদ বানানো কঠিন।কেউ অপমানে শেষ হয়ে যায় আর কেউ অপমানের শোধ নেবার অদম্য ইচ্ছা তাকে সুন্দর করে তোলে।ধন্যবাদ।