জীবন

1 15
Avatar for Khairul28
4 years ago

একটা সময় আসবে যখন আপনার কোনো কিছুই ভালো লাগবে না।সুখ-দুঃখ, আনন্দ-বেদনা আপনার কাছে কোনো গুরুত্ব বহন করবে না। আপনার জীবনের অনেক কিছুই মন মতো হবে না।

কিছুই হয়নি, তবুও মনে হবে জীবনে বিশাল একটা শূন্যতা। আপনার মনে একটা অজানা অস্থিরতা চেপে বসবে।

পরিবারের কেউ আপনাকে বুঝতে চেষ্টা করবে না। প্রিয়জনের সাথে সম্পর্কে ‌ফাটল ধরবে। কাছের বন্ধুরা ও এক সময় দূরে চলে যাবে অজানা কারণে।

আপনি জীবনের লাগাম টেনে ধরতে ব্যর্থ হবেন। কিছুই হাতে ধরা দেবে না। অজানা আতঙ্ক রাতের ঘুম কেড়ে নেবে।

দুনিয়ার এতো মানুষের ভীড়ে ও নিজেকে একা মনে হবে।আড্ডা,ঘোরা-ফেরা,খাওয়া কিছুই আপনার মনের অতৃপ্তি দূর করতে পারবে না।

নিজেকে ধীরে ধীরে গুটিয়ে নিতে শুরু করবেন।সবার থেকে অহংকারী,সেলফিশ খেতাব জিতে নেবেন। কিন্তু আপনার দিকের গল্প টা কারো জানা হবে না।

আপনার হয়তো সব থাকবে, তারপরও অনুভব করবেন কিছুই নেই। রোজকার কর্মব্যস্ততায় নিজেকে ডুবিয়ে রাখবেন। কিন্তু রাতের অন্ধকারে সবই এলোমেলো হয়ে ধরা দেবে।

এই কষ্ট অর্থের নয়, কোনো বিশেষ মানুষের নয়,নয় আপনার প্রিয় পরিবারের।এই কষ্ট একান্তই ‌নিজের কিন্তু তার কোনো কারণ নেই,নেই কোনো যৌক্তিক বাহানা।

নিজের শূন্যতায় কেবল নিজেকেই ‌হারিয়ে ফেলা। অনেক কিছুই আছে এর মধ্যে। নিজেকে হারিয়ে ফেলার পর তা অনুভব করবেন অথচ ফিরে পাওয়া অসম্ভব হবে।

8
$ 0.00
Avatar for Khairul28
4 years ago

Comments

হুম আপনার লিখাটা পরিপূর্ণভাবে বিশ্বাস করলাম।কারন আপনার লিখাটির সাথে আমার জীবনের সাথে সাদৃশ্য আছে।আমার কাছেও এখন দুনিয়াদারী তিতা লাগে,বাচতে ইচ্ছা করেনা।ফ্যামিলিটা ও বুঝেনা সবকিছু এলোমেলো লাগে।কেমন জেন অচেনা এক কষ্ট ফিল করি।আপনার পোস্ট টা সত্যি আর ও অনেকের সাথেই মিলে যাবে। ধন্যবাদ।

$ 0.00
4 years ago