eggia di Caserta (Royal palace of Caserta)

1 13
Avatar for Khairul28
3 years ago

১৭ শতাব্দীতে দক্ষিণ ইতালি যখন স্প্যানিশ দের অধীনে ছিল (নাপোলি , সিসিলি) তখন স্প্যানিশ রাজা Charles VII ইউরোপের সবথেকে সুন্দর ও অবাক করার মত একটি রাজপ্রাসাদ নির্মাণ করার জন্য সিদ্ধান্ত নেন যেটি সৌন্দর্য ও শ্রেষ্টত্বের দিক থেকে ইউরোপের সবথেকে বড়, পরিচিত ও সুন্দর দুই রাজপ্রাসাদ প্যারিসের Versailles এবং ভিয়েনার Schönbrunn কেও হার মানায়।

এবং সেই রাজপসাদ টি নির্মাণ করার সিদ্ধান্ত নেন নাপোলি থেকে একটু বাহিরে Caserta নামক শহরে যাতে করে ইভেঞ্চুয়ালি সামুদ্রিক পথে যদি শত্রূ পক্ষ আক্রমণ করে তাহলে এই প্রাসাদটি যেন সাথে সাথে শত্রূর হাতে না পড়ে।

ভলিয়্যুমের দিক থেকে এই রাজ্ প্রাসাদটি হচ্ছে বর্তমানে বিশ্বের সবথেকে বড় রাজপ্রাসাদ ; প্রাসাদটি তে রয়েছে মোট ১২০০ কামরা যার মাঝে ৪০ টি কামরা হচ্ছে মনুমেন্টাল রুম, সম্পূর্ণ ভাবে আফ্রেস্কো দিয়ে সাজানো (প্যারিসের Versaille তে মনুমেন্টাল রুম হচ্ছে ২২ টি). এই প্রাসাদটি ছিল পুরো ১৮ শতাব্দীর সবথেকে বড় নির্মিত প্রাসাদ।

১৯৯৭ সালে এটি একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি পেয়েছে।

আমি Versailles এবং এই প্রাসাদ দুটিই ভ্রমণ করেছি এবং দুটি প্রাসাদই অবিশ্বাস্য ধরণের। জানিনা বিশ্বের আর কোথাও এই ধরণের বিলাসবহুল রাজপ্রাসাদ রয়েছে কিনা। তবে এটা দুঃখের বিষয় যে দুনিয়াতে Versailles যতটা পরিচিতি পেয়েছে এই প্রাসাদটি ঠিক সেই মানের পরিচিতি পায়নি।

2
$ 0.00
Avatar for Khairul28
3 years ago

Comments

খুব ভালো আর্টিকেল। খুব গুরুত্বপূর্ণ তথ্যগুলো উপস্থাপন করছেন,এবং খুঁটিনাটি বিষয় গুলা ও তুলে ধরছেন।এতগুলা তথ্য জানা ছিলো না।জানতে পেরে উপকৃত হলাম।ধন্যবাদ।

$ 0.00
3 years ago