ধুমপান এবং আপনি

9 20
Avatar for Khairul28
3 years ago

ধূমপান করাও নাকি স্মার্টনেস। আজকালকার যুগে অনেকেই

বলে থাকেন। এই ধরনের কথা শুনলে আমার খুব হাসি পায়। সিগারেটের ধোঁয়ায় স্মার্টনেস! যা নিজের এবং অন্যের ক্ষতির

কারণ। আবার কেউ বলে থাকেন, ধুমপান করলে নাকি দুশ্চিন্তা

দূর হয়! এই পৃথিবীতে কেইবা চিন্তামুক্ত আছে? তাই বলে কি সবাই

ধুমপান করে?

অনেকেই আছেন সন্তান, পরিবারের জন্য ধুমপান ছাড়তে চান

কিন্তু পারছেন না। এমতাবস্থায় তাদেরকে বলছি –

– একদিনে পুরনো অভ্যাস ছাড়া কঠিন। ধীরে ধীরে চেষ্টা করুন।

ধরা যাক, যেখানে আপনি তিন প্যাকেট সিগারেট কিনতেন, এখন

থেকে এক প্যাকেট কিনুন। বাকি টাকাটা দিয়ে পরিবারের জন্য

খাবার কিনুন। ইচ্ছে করলে আপনি কোনো পথশিশুকে কিছু খাবার কিনে দিতে পারেন। আশা করছি, ভালো বোধ করবেন।

– এবার ভেবে দেখুন, এই এক প্যাকেট সিগারেটের খরচ দিয়ে

কিভাবে দুই মাস চালানো যায়। এভাবে একটু কষ্ট করে চলতে

পারলেই আশা করা যায়, আপনি সাফল্যের দ্বারপ্রান্তে।

– আত্মবিশ্বাস বাড়ানোর চেষ্টা করুন। দুশ্চিন্তার বিষয়গুলো

সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিন। তিনি শেষমেশ যা করবেন, তাতে ইনশাআল্লাহ্ আপনার ভালোই হবে।

– অবসরে বই পড়ুন। বেশি সময় হাতে থাকলে বাগান করতে

পারেন।

– ড্রয়িংরুমে ছাইদানির পরিবর্তে ফুলদানি রাখুন।

আমি ব্যক্তিগতভাবে মনে করি, যার মনোবল আছে তার সবকিছু আছে। সেই মানুষটিকে কেউ পরাজিত করতে পারেনা। মানব জীবন সৃষ্টিকর্তার বিশেষ দান। সুতরাং পেছনে নয়, সামনে তাকান।

11
$ 0.00
Avatar for Khairul28
3 years ago

Comments

ভাই একমাএ বাঙালীদের দিয়েই এগুলা সম্ভব। তাদের থিয়োরির উপর কিছুই নাই তারাই সেরা।একটা ফালতু বর্বর জাতি হলো বাঙালী।তারা সর্বোচ্ছ নিচে নেমে গেছে।যারা বলে সিগারেট খাওয়া স্মার্টনেস আমি তাদের কে বলবো আর এ ভাই সিগারেট তো বদিল্লারা ও খায় তার মানে তারা ও স্মার্ট। আর যারা বলে সিগারেট খাইলে টেনশান দূর হয় তাদেরকে বলবো তুই কি বাংলা রিডিং পড়তে পারসনা বইয়ের উপর কোন ও ওষুধ নাই।বই ঘুম,টেনশান, হতাশা,মন খারাপ সব রোগের ওষুধ। বাংলাদেশে ক্ষতিকর জিনিসের কদর বেশি বুঝলেন ভাই।ধন্যবাদ খুব ভালো পোস্ট।

$ 0.00
3 years ago

ধুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এমনকি সিগারেটের প্যাকেটের উপরেও এই কথাটা লিখা আছে..ধুমপান স্মার্টনেসের অংশ কখনোই হতে পারে না এসব বিকৃত মানুষের চিন্তা ভাবনা।

$ 0.00
3 years ago

Smoking is injurious for health. It causes cancer. So please avaoid it. Don't thing smoking make you smart. Good health is most important. Nice article.

$ 0.00
3 years ago

yes

$ 0.00
3 years ago

yes

$ 0.00
3 years ago

vai asole ki bolbo ar digital jug ata chole sobar mukhe mukhe sobar hate hate atai sobar smart nes

$ 0.00
3 years ago

right, thanks and subscribe me

$ 0.00
3 years ago

আসলেই আপনি চাইলেই সব সম্ভব। শুধু দৃঢ় মনোবল চাই । আর কিচ্ছু নাহ। ধূমপান কখনোই ভালো কিছু বয়ে আনে না। এটা দেশ, জাতি, সমাজ, পরিবার সবার জন্য ই অকল্যাণ ই আনে।

$ 0.00
3 years ago

yes , you are right. stay with me

$ 0.00
3 years ago