Awareness

1 16
Avatar for Khairul28
4 years ago

অন্যের সফলতা অর্জন দেখে নিজেকে বিচার বিবেচনা করে ছোট/বড় ভাবা টা বোকামি।

তার জার্নি আর আপনার জার্নি এক না।সে যা পারে নাই, আপনি তা পারতেও পারেন। আবার সে যা অর্জন করছে, আপনি অনেক চেষ্টার পরেও তা করতে ব্যর্থ হতে পারেন।

তাই 'কমপেয়ার' করা থেকে বিরত থাকার চেষ্টা করুন।এতে করে নিজেকে ছোট করবেন নিজের অজান্তেই।

মানুষ সবাই সমান না।সবার‌ মাঝেই কম বেশী সীমাবদ্ধতা রয়েছে।

তেমনি সবার মাঝেই কিছু নিজস্ব গুণ বিদ্যমান। কিন্তু আপনি যখন নিজেকে অন্যের সাথে তুলনা করবেন তখন হয় নিজেকে বিশাল কিছু মনে হবে, নয়তো অনেক তুচ্ছ মনে‌ হবে।

আপনি আপনার গুনাগুণ নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন নাকি সীমাবদ্ধতা নিয়ে পেছনে পড়ে থাকবেন এটা শুধুমাত্র আপনার উপর নির্ভর করবে।

অন্যের আত্মবিশ্বাস তখনই আপনার প্রতি কাজ করবে, ঠিক যখন থেকে আপনি নিজেকে প্রমাণ করতে শুরু করবেন যে আপনার দ্বারা সম্ভব।

আপনি জানেন আপনার নিজস্ব পছন্দ, অপছন্দ, গুণাবলী, সীমাবদ্ধতা।তাই যেকোনো লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজের মূল্যায়ন, নিজের বিচক্ষণতা, নিজের বিবেচনা গুলো কাজে লাগাতে শিখুন।

4
$ 0.00
Avatar for Khairul28
4 years ago

Comments

একদম রাইট।সবাইকে দিয়ে সব কিছু হয় না।সবার মেধা এক না।মেধা এক হলেও সবার চেষ্টা এক না।এরকুম যদি হতো তাহলে কেউ ড্রাইভার, মিস্ত্রী হতো না।সবার গাড়ী বাড়ী জব থাকতো।তাই জার যেটা ইচ্ছা তাকে ওইটাতে সাপোর্ট দিন।ধন্যবাদ খুব ভালো লিখছেন।

$ 0.00
4 years ago