পৃথিবীর সবচেয়ে গভীরতম সম্পর্কের নাম বন্ধুত্ব।
এই ছোট্ট জীবনে আমাদের অনেকের সাথেই বন্ধুত্ব হয়ে থাকে কিন্তু স্কুল জীবনের বন্ধুত্বেই সর্বশ্রেষ্ঠ।কারন বন্ধুত্ব সম্পর্কটা শুরুই হয় স্কুল জীবন থেকে। আমাদের প্রথম বন্ধু তৈরি হয় এই স্কুল জীবনেই।
স্কুল জীবনের বন্ধুরা শেখায় কিভাবে বড় হতে হয়,
স্কুল জীবনের বন্ধুরা শেখায় কিভাবে একজনের দুঃসময়ে পাশে থাকা যায়
স্কুল জীবনের বন্ধুরা শেখায় কিভাবে আনন্দ, ফুর্তি করতে হয়।
স্কুল জীবনের বন্ধুরা শেখায় কিভাবে টিফিন চুরি করে খাইতে হয়।
স্কুল জীবনের বন্ধুরা শেখায় কিভাবে ঝগড়া করতে হয়।
স্কুল জীবনের বন্ধুরা শেখায় কিভাবে স্যারের শাস্তি থেকে রেহাই পাওয়া যায়।
স্কুল জীবনের বন্ধুরা শেখায় কিভাবে হাসাঁনো/কান্না করতে হয়।
স্কুল জীবনের বন্ধুরা শেখায় Miss করার অনুভুতি।
স্কুল জীবনের বন্ধুরা শেখায় কারো করা যাবে না ক্ষতি।
ভালোবাসা নামক যে একটা শব্দ আছে সেটা স্কুল জীবনের বন্ধুদের কাছেই শেখা।
কিন্তু আফসোসের বিষয় এই যে দিন শেষে স্কুল জীবনের বন্ধুদেরকেই বেশি Miss করতে হয়।
শুরুটা এদের সাথেই হয় কিন্তু শেষ পর্যন্ত শুধুই স্মৃতিই রয়ে যায়...😥
Love you & Miss you Kolizar Bodhora
Thanks for Reading
Please like, comment
& Subscribe my Account
বন্ধুত্ব খুব ভাল সম্পর্ক।। লেখাটা খুব ভাল লাগল।।।