প্রেম ভালোবাসা সৃষ্টির আদিকাল থেকে আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে এই কথা 100% সত্যি।
প্রেম ভালোবাসা এখন একটা সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।প্রায় সবাই Relations করে কিংবা করতে চায়। কিন্তু Real Relation কয়জনয়ই বা করে ??
"পবিত্র ভালবাসা"
বলে যে একটা কথা আছে সেটি প্রায় সবাই ভূলেই গেছে। বর্তমানে ভালোবাসার ভিতরে পবিত্রতার ছেটাফোটাও নেই।সব ভরে গেছে নোংরামি দিয়ে।
পোলাপাইন রা প্রেম ভালোবাসা মানেই বোঝে দৈহিক তৃপ্তি। তাই এখনকার প্রেম দৈহিক সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ থাকে।
কিন্তু দৈহিক মিলন নয় মনের মিল থাকাই যে আবশ্যক তা কয়জনই বা বুঝে ??
শতকরা ১০ জনও সত্যিকারের প্রেমিক পাওয়া যাবে না।
শতকরা ৯০ ভাগ প্রেমেতেই নোংরামি ঢুকে গেছে।
যার ফলে প্রেম এখন আর পবিত্র নেই হয়ে গেছে অপবিত্র।
কথাগুলো কঠিন হলেও এগুলোই সত্যি এখনকার প্রেম মানেই Romance, Kiss, huge ,Room date,etc.
এসব নোংরা প্রেম করে নিজের life টাকে ধ্বংস করিয়ে নিতে না।
আপুরা,একটা কথা মনে রাখবেন আপনার সাথে বিয়ে করবে বলে যে নোংরামি করতেছে লিখে রাখুন আপনাকে সে কখনোই বিয়ে করবে না। এবং সে আপনাকে ভালোবাসেছে আপনাকে পাওয়ার জন্য নয়, আপনার দেহকে পাওয়ার জন্য। তার লক্ষ্য পূরণ করতে পারলে আপনাকে সে ছুড়ে ফেলে দিবে নর্দমায়। আপনার দেহে লেগে থাকবে শুধুই কাঁদা।
আর ছেলেদের বলি,আপনার তো বোন আছে,সেও যদি এরকম নোংরা প্রেমের ফাঁদে পড়ে তখন আপনার কেমন লাগবে ??
নিজের বিবেককে একটু প্রশ্ন করুন
এখন প্রশ্ন হলো এসব প্রেম ভালোবাসা ইসলাম কতটুকু Support করে ??
ইসলাম বিয়ে বহির্ভূত সকল প্রেম ভালোবাসাকেই হারাম করেছে।
এসব অবৈধ প্রেম জিনাকারীর শামিল। এবং এর শাস্তিও খুবই ভয়াবহ।
নোংরা প্রেমের কারনে দুনিয়া আখিরাত দুইটাই শেষ। তাহলে কি দরকার এসব নোংরামির ?
ইতিহাসে প্রেম ভালোবাসার জন্য অনেকেই অমর হয়ে আছেন, কিন্তু তারা কি প্রেমের নামে নোংরামি করেছে ??
না কখনোই না। তাদের প্রেম ছিল পবিত্র তাই তারা অমর হয়ে আছেন।
তাই আসুন আগে প্রেম থেকে নোংরামিগুলোকে ছুড়ে ফেলে দেই।
যদি তা না পারি তাহলে বিয়ের আগে প্রেমকেই ছুড়ে ফেলে দেয়।
তাহলেই দেখবেন সমাজ হয়েছে সুস্থ ও সুন্দর।
আর্টিকেলটি পড়ে ভালো লাগলে লাইক
কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশেই থাকুন
ধন্যবাদ 😍
So nice post ei article sobar jonno noton kichu shikkha so great all the best