বর্তমান সমাজ যে কতটা নিচে নেমেছে তা আন্দাজের বাহিরে।
ভূল বললাম, সমাজ না সমাজ ঠিক জায়গায় আছে কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি ও মন মানুষিকতার অধঃপতন হচ্ছে।
যতদিন পর্যন্ত আমাদের দৃষ্টিভঙ্গি ও মন মানুষিকতা ঠিক না হবে ততদিন মানুষ এই নিরপরাধ সমাজকেই দোষারোপ করবে।
আজকে শুধু আমি কেন আপনি উনি সবাই কিন্তু সমাজকেই খারাপ বলে, কিন্তু সমাজের কি দোষ বলেন ?? দোষ সমাজের মানুষদের।
মানুষরাইতো সমাজকে খারাপ বানিয়ে ফেলেছে!!
রাস্তা দিয়ে হাঁটতে গেলে প্রায়ই নজরে পরে কিছু ছেলেপেলে মেয়েদের দিকে ইঙ্গিত করে করে বলে দোস্ত মালটা সেই না !! জোস কিন্তু মালটা>{ please don't mind 🙏 }
কিন্তু ওই ছেলেটার বোনকে যদি কেউ প্রেমের প্রস্তাব দেয় তখন সে কি করে ??
তখন হয় মহাপবিত্র ভাই
এমন ভাই হাজারে একটাই পাওয়া যায় !! তাইতো ??
না, তার মতো নির্বোধ ভাই আর নাই।
আরে মিয়া একটু ভেবে দেখ তুই যে মেয়েকছ মাল বললি তারও তো একটা ভাই রয়েছে, সেই তো কোনো ভাইয়ের বোন।
নিজের বোনটাকে যেভাবে ভালোবাসতে পারিস অন্যের বোনকে তেমন সম্মান দিতে পারিস না কেন ??
ইভটিজিং করার সময় ওই মেয়েটাকে ২ মিনিট নিজের বোন ভেবে দেখিস দৃষ্টিভঙ্গি পাল্টিয়ে যাবে।
খুব তো Attitude দেখা !! ফেসবুকের টাইমলাইনজুড়ে Attitude নিয়ে স্ট্যাটাস,,
এই তোদের Attitude ??
কিন্তু হ্যা দুনিয়ায় খারাপ মানুষের পাশাপাশি ভালোমানুষও থাকে যারা নারীদের সম্মান করে। তাদের বোনেরাও অন্যের কাছে সম্মান পায়।
ইসলাম নারীদের সম্মান দিয়েছে,,
শুধু ইসলাম না সকল ধর্মই দিয়েছে,,
তাই আসুন নিজেকে আগে ঠিক করি তাহলে সমাজ ঠিক হবে
নিজের দৃষ্টিভঙ্গি পাল্টিয়ে ফেলি তাহলে সমাজও পাল্টে যাবে।
নিজের বোনকে যেমন স্নেহ সম্মান দেই তেমনি অন্যের বোনকেও দেই।
তাহলেই সমাজ থেকে ইভটিজিং, ধর্ষণ দূর হয়ে যাবে!!
নিজেই লিখেছি,,
কিছু বলবো না। ভালো না লাগলে এড়িয়ে
যান,, ধন্যবাদ 😍
ধন্যবাদ এত সুন্দর অনুচ্ছেদটি দেয়ার জন্য। আমি মনে করি আমাদের চিন্তাভাবনার পরিবর্তন আনতে হবে অনুগ্রহকরে আমার আমার অনুচ্ছেদটি পড়বেন। আশা করি ভাল লাগবে।