নিজের বোনটা বোন লাগে আর অন‍্যের বোনটা মাল !!

32 58

বর্তমান সমাজ যে কতটা নিচে নেমেছে তা আন্দাজের বাহিরে।

ভূল বললাম, সমাজ না সমাজ ঠিক জায়গায় আছে কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি ও মন মানুষিকতার অধঃপতন হচ্ছে।

Sponsors of Kawser199
empty
empty
empty

যতদিন পর্যন্ত আমাদের দৃষ্টিভঙ্গি ও মন মানুষিকতা ঠিক না হবে ততদিন মানুষ এই নিরপরাধ সমাজকেই দোষারোপ করবে।

আজকে শুধু আমি কেন আপনি উনি সবাই কিন্তু সমাজকেই খারাপ বলে, কিন্তু সমাজের কি দোষ বলেন ?? দোষ সমাজের মানুষদের।

মানুষরাইতো সমাজকে খারাপ বানিয়ে ফেলেছে!!

রাস্তা দিয়ে হাঁটতে গেলে প্রায়ই নজরে পরে কিছু ছেলেপেলে মেয়েদের দিকে ইঙ্গিত করে করে বলে দোস্ত মালটা সেই না !! জোস কিন্তু মালটা>{ please don't mind 🙏 }

কিন্তু ওই ছেলেটার বোনকে যদি কেউ প্রেমের প্রস্তাব দেয় তখন সে কি করে ??

তখন হয় মহাপবিত্র ভাই

এমন ভাই হাজারে একটাই পাওয়া যায় !! তাইতো ??

না, তার মতো নির্বোধ ভাই আর নাই।

আরে মিয়া একটু ভেবে দেখ তুই যে মেয়েকছ মাল বললি তারও তো একটা ভাই রয়েছে, সেই তো কোনো ভাইয়ের বোন।

নিজের বোনটাকে যেভাবে ভালোবাসতে পারিস অন‍্যের বোনকে তেমন সম্মান দিতে পারিস না কেন ??

ইভটিজিং করার সময় ওই মেয়েটাকে ২ মিনিট নিজের বোন ভেবে দেখিস দৃষ্টিভঙ্গি পাল্টিয়ে যাবে।

খুব তো Attitude দেখা !! ফেসবুকের টাইমলাইনজুড়ে Attitude নিয়ে স্ট্যাটাস,,

এই তোদের Attitude ??

কিন্তু হ‍্যা দুনিয়ায় খারাপ মানুষের পাশাপাশি ভালোমানুষও থাকে যারা নারীদের সম্মান করে। তাদের বোনেরাও অন‍্যের কাছে সম্মান পায়।

ইসলাম নারীদের সম্মান দিয়েছে,,

শুধু ইসলাম না সকল ধর্মই দিয়েছে,,

তাই আসুন নিজেকে আগে ঠিক করি তাহলে সমাজ ঠিক হবে

নিজের দৃষ্টিভঙ্গি পাল্টিয়ে ফেলি তাহলে সমাজও পাল্টে যাবে।

নিজের বোনকে যেমন স্নেহ সম্মান দেই তেমনি অন‍্যের বোনকেও দেই।

তাহলেই সমাজ থেকে ইভটিজিং, ধর্ষণ দূর হয়ে যাবে!!

নিজেই লিখেছি,,
কিছু বলবো না। ভালো না লাগলে এড়িয়ে
যান,, ধন্যবাদ 😍

25
$ 0.00

Comments

ধন্যবাদ এত সুন্দর অনুচ্ছেদটি দেয়ার জন্য। আমি মনে করি আমাদের চিন্তাভাবনার পরিবর্তন আনতে হবে অনুগ্রহকরে আমার আমার অনুচ্ছেদটি পড়বেন। আশা করি ভাল লাগবে।

$ 0.00
4 years ago

Nice post R8 Back

$ 0.00
4 years ago

what?

$ 0.00
4 years ago

খুব ভালো কথা বলেছেন আপনি।আমাদের এই সমাজ যে কতাটা নিচে নেমে গিয়েছে তা আমাদের আন্দাজের বাহিরে।বলা হয় এখন সব কিছুতেই মেয়েদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।কিন্তু এই অগ্রাধিকারের সাথে মেয়েরা এখনো নানা রকম বাজে কথা বার্তা বা মন্তব্যর স্বীকার হচ্ছে।অনেক মেয়েরাই এখনো ঘর থেকে রের হতে ভয় পায় এসব বাজে লোকেদের জন্য।এসব বাজে লোকেরা নিজের মা বোনের মতো সবাইকে সমান চোখে দেখতে পারেনা।এতই নিচু তাদের মন মানসিকতা।

$ 0.00
4 years ago

Very good. Written

$ 0.00
4 years ago

একদম সত্য কথা। ইভটিজার রা যদি অন্য মেয়েকে নিজের বোনের মত ভেবে দেখতো তাহলে হয়তো তারা এই ঘৃণ্য কাজটা করতো না । যখন নিজের বোনের কথা আসে তখন তারা ঠিকই অভার প্রটেক্টিভ হয়ে যাবে । কিন্তু অন্যের বোনের দিকে দিকে ঠিকই তাদের বদনজর থাকবে । আল্লাহ তাদের হেদায়েত দান করুক । একটা সুন্দর সমাজ গড়ে উঠুক । যেখানে আমাদের বোন রা আনসেইফ ফিল করবে না ' আপনার আর্টিকেলটি পড়ে খুব ভালো লাগলো ৷ এরকম একটা বিষয় লিখার জন্য ধন্যবাদ৷ আশা করছি আরো ভালো ভালো আর্টিকেল লিখবেন এভাবে ৷

$ 0.00
4 years ago

Valo likhesen...

$ 0.00
4 years ago

If we all become aware of our own place, if we are honest with ourselves, then the society will definitely change Forced to change 7 But how many of us can say with our hands on our chests that I am honest ??? I have never teased a girl

$ 0.00
4 years ago

Very good information

$ 0.00
4 years ago

You are talking about the current sesuation.thank you for sharing this.

$ 0.00
4 years ago

ঠিক বলেছেন ভাই। সবাই যদি এভাবে ভাবতো সমাজে মেয়েদের প্রতি দৃষ্টিভঙ্গিই পাল্টে যেত

$ 0.00
4 years ago

Hmm... Attitude ke change Kora ucit sobar amader...

$ 0.00
4 years ago

Nice post

$ 0.00
4 years ago

Thank you

$ 0.00
4 years ago

Bortoman somaje kisu sikhito manus ache , r oisob sikhito manusder jonnoi somajer aj ei obosta . Khub sundor chilo article ti . Nice article ❤️Kawser bhai❤️

$ 0.00
4 years ago

hmm ,, vai teihk bolcen amder ucit sobaiy k soman kora dorkar , tahole somaj ta valo tahkbe

$ 0.00
4 years ago

Hmm vaiya

$ 0.00
4 years ago

ভালো লিখেছেন

$ 0.00
4 years ago

Dhonnobad apnake vai

$ 0.00
4 years ago

Yeah bro you are greate👍apnar shovai hole doniya aj khob valo takto

$ 0.00
4 years ago

Thank you vaiya...

$ 0.00
4 years ago

Sob chelera jodi ai vabe vabto tahole jkono jaigai meyeder ato unsafe feel korte hoto na. Khub valo liksen vai.

$ 0.00
4 years ago

Dhonnobad apnake apu... But meyedero thik thik hote hbe... Sob dos kinto seleder na

$ 0.00
4 years ago

wow nice post

$ 0.00
4 years ago

Thank you sajib vaiya

$ 0.00
4 years ago

Thik boleso vai .noitik obokkhoi holo etar mul karon.sobai jodi noitikota orjon kore thle ei problem theke mukti milbe

$ 0.00
4 years ago

Yes bro.. tahle somaj tao onek sondor hbe

$ 0.00
4 years ago

Right post brother... Back to Back 100% 💯

$ 0.00
4 years ago

Thank you brother.. okay bro

$ 0.00
4 years ago

Really great written... Yes it' change our mind.... Tnx brother. Plz like comment in my post

$ 0.00
4 years ago

Thank you brother,,, Ok try it...

$ 0.00
4 years ago