মানবদেহের ২০টি অজানা তথ্য

6 16

মানবদেহ মহান আল্লাহর সৃষ্টির এক অনন্য দৃষ্টান্ত।

আমরা অনেকেই আমাদের শরীর এর অনেক তথ্য জানিনা

আজ এমন ২০টি বিষয়ে জানবো যা হয়তো আগে কখনো শুনিনি।

প্রকৃতপক্ষে মানবদেহে জটিল এবং রহস্যময় প্রক্রিয়া বিদ্যমান, যা মাঝেমধ্যে সবচেয়ে দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসক ও  বিজ্ঞানীদেরও বিভ্রান্ত করে ফেলে। 

আমাদের শরীরের বিষয়ে ২০ টি চমকপ্রদ তথ্য রয়েছে যা জানলে আপনি মুগ্ধ ও বিস্মিত হবেন। এবার আসুন জেনে নিই বিষয়গুলো : 

১ . জিভ দেখে অনেক কিছু বুঝা যায়। জিভের নমুনা একেবারে অনন্য। তাই কাউকে জিভ দেখানোর সময় এটি মনে রাখবেন।

২. একটি চুল ঝুলন্ত আপেলের ওজন ধরে রাখতে পারে। তবে বিজ্ঞানীরা আপেলের মাত্রা নির্দিষ্ট করেন নি। 

৩. কোনও ব্যক্তির মুখে বিদ্যমান ব্যাকটিরিয়ার সংখ্যা পৃথিবীর মোট  লোক সংখ্যার সমান বা তারও বেশি।

৪. ব্যক্তির নখগুলো নরম ও ভঙ্গুর এবং চাঁদহীন হলে তা অতিরিক্ত থাইরয়েডের নির্দেশ করতে পারে।

৫. মস্তিস্কের স্পন্দনের গতি ঘন্টায় প্রায়  ৪০০ কিলোমিটার। 

৬ আমাদের ধারনা চার ধরণের রক্ত রয়েছে আমাদের দেহে। আসলে রক্তের ধরন ২৯ টি। তাদের মধ্যে বিরলতম হচ্ছে বোম্বাই সাব টাইপ। 

৭. মাত্র একদিনে আমাদের রক্ত ​​১৯ ৩১২ কিলোমিটার দূরত্ব দৌড়ায়। 

৮. মানবদেহের সকল স্নায়ুর মোট দৈর্ঘ্য ৪৫ কিলোমিটার।

৯. একজন মানুষ প্রতিদিন প্রায় ২০০০০ বার শ্বাস নেয়।

১০. মানুষের চোখ ১ কোটি পর্যন্ত নানা রংয়ের মধ্যে পার্থক্য করতে পারে। কিন্তু আমাদের মস্তিষ্ক এর সবগুলো মনে রাখতে পারে না।

১১. আমাদের কান প্রায় অবিশ্বাস্য গতিতে জীবনব্যাপী বাড়তে থাকে। কান প্রতি বছর এক মিলিমিটারের এক চতুর্থাংশ পরিমাণ বৃদ্ধি পায়।

১২. আমাদের হৃদপিণ্ড বছরে ৩৫ মিলিয়ন বার বিট দেয়। 

১৩. মানবদেহ প্রতিদিন প্রায় এক মিলিয়ন ত্বকের কোষ হারিয়ে ফেলে, যার পরিমাণ বছরে ২ কিলোগ্রাম হয়। 

১৪. আপনার ত্বকের প্রতি ১ বর্গ সেন্টিমিটারে প্রায় শতাধিক ব্যথা সংবেদক রয়েছে।

১৫. ছেলেদের জিহ্বার পৃষ্ঠে মেয়েদের চেয়ে স্বাদের কুঁড়ি(টেষ্ট বাট) কম থাকে।

১৬. একজন ব্যক্তি তার জীবনে গড়পড়তায় প্রায় ৩৫ টন খাদ্যগ্রহণ করে।

১৭. একজন মানুষ তার জীবনের প্রায় পাঁচ বছর দারুন সক্রিয় থাকে। 

১৮. আমাদের মস্তিস্কে প্রতি সেকেন্ডে ১০০০০০ রাসায়নিক বিক্রিয়া ঘটে।  

২৯. আপনার হাঁচির গতি ঘন্টায় ১৬০ কিমি। 

২০. হাসিতে মুখের ১৭টি পেশিকে ট্রিগার করে। অন্যদিকে কান্নায় ৪৩ টি পেশি সক্রিয় হয়ে উঠে। তাই আরও হাসুন

Thanks for Reading

আর্টিকেলটি ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করুন।আর আমার অ‍্যাকাউন্টটি সাবস্ক্রাইব করে রাখুন

8
$ 0.00

Comments

Thanks a lot vaiya. Eto sundor kore amader maje ei sob information tule dhorar jonno. Ei information gulo somporke sotti ami jantam na. Apnar ei article pore onkk kicu jante parlam. Onkk onkk dhonnobad vaiya apnake egulo amader maje share korar jonno

$ 0.00
4 years ago

There is no comparison between God's creation. Seeing a person, one can understand the mercy and power of Allah Almighty. He is the only ruler. It's much better. I didn't know this information before but now I know it will be useful in the future.Mant many thank to you.

$ 0.00
4 years ago

Shundor hoise..outstanding bro....likhte thaken beshi beshi

$ 0.00
4 years ago

Wwwwwwwwwoooooooowwwwwwwwwwwwwwwwwww............!!!!!!!!!Onek sundor hoyeche.....onek janlam...onk kichu shikhlam...asha kori next time ar o valo hobe

$ 0.00
4 years ago

অনেক কিছু জানতে পারলাম যা আগে জানা ছিল না আশা করো আর ভালো পোস্ট উপহার দিতে পারব যাতে আরও কিছু শিখতে পারি ,তুমার পোস্ট অনেক ভালো লাগলো ,শুভ রাত্রি

$ 0.00
4 years ago

ধন্যবাদ,,, পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ,, আশা করি সবসময় পাশে থাকবেন

$ 0.00
4 years ago