আসসালামুয়ালাইকুম ♥️
মুসলিমদের কাছে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন শুক্রবার।
তার কারন একটাই এইদিনে জুম্মার নামাজ হয়। এই দিন সাধারণ ক্ষমা ঘোষণার দিন।
মুসলিম প্রধান দেশে শুক্রবার ছুটির দিন।
তার কারনও জুম্মার নামাজ।
তাহলে বুঝতেই পারছেন জুম্মার নামাজের কত ফজিলত।
জুম্মার নামাজ শুক্রবারকে পবিত্র করে তুলেছে
এই দিনে মানুষ দুনায়াবি কাজ কর্ম থেকে বিরত থাকে এবং ক্ষমা পাওয়ার আশায় মসজিদে ছুটে যায় দুই রাকাত নামাজ আদায় করতে।
শুক্রবারে দুনিয়ার শুরু হয়েছিল এবং শেষও হবে এই শুক্রবারে।
হাদিসে শুক্রবারকে গরীবের হজ্বের দিনও বলা হয়েছে।
কারন গরীবরা তো টাকা খরচ করে মক্কায় হজ্ব করতে যেতে পারবে না তাই শুক্রবারে মসজিদে জুম্মার নামাজ আদায় করতে গেলেই আল্লাহ তায়ালা আমাদের হজ্বের সাওয়াব দিবেন।
তাই আসুন শুক্রবারকে কাজে লাগাই।
আল্লাহ আমাদের হেদায়েত ও কবুল করুক(আমিন)
আর্টিকেলটি ভালো লাগলে লাইক দিন
এবং কমেন্ট করুন 😍
এরকম পোষ্ট পেতে সাবস্ক্রাইব করুন
Mas Allah onkk sundor article likhecen vaiya. Asole Friday manei onno rokom ekta onuvuti jage mone. Ei din tar amol onkk. Onkk souab paoa jai ei din tai. Ei diner ibadat onkk fojilot purno. Onkk onkk dhonnobad vaiya apnake eto sundor kore article likhar jonno