Prtoik

1 11

ক প্রতীক-

তিন শ্ণির প্রতীকের ব্যাখ্যা আমরা পেয়েছি আধুনিক যুক্তিবিদ অধ্যাপক স্টাউটের

ুক্তিবিদ্যার আলােচনায়।

সাধারণ প্রতীক : সাধারণ প্রতীক দু'প্রকার- শান্দিক প্রতীক ও অশাব্দিক প্রতীক।

(ত) শাব্দিক প্রতীক (Verbal Symbol ) : ভাষায় ব্যবহৃত শব্দসমূহই হচ্ছে শাব্দিক

এতীক এক্ষেত্রে কোনাে শব্দ বা শব্দসমষ্টি কোনাে বিষয়ের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়ে

কে অর্থাৎ যখন কোনাে শব্দ বা শব্দসমষ্টি কোনাে বস্তু বা গুণ বা ক্রিয়ার নির্দেশক

হিসেবে কাজ করে তখন তাকে শাব্দিক প্রতীক বলে। যেমন, 'বই শব্দটি বই নামক বস্তুর

প্রতীক, দয়ালু শব্দটি দয়া নামক গুণের প্রতীক বা 'খেলা করা শব্দটি ক্রিয়ার প্রতীক

হিসেবে ব্যবহৃত হয়।

(খ) অশান্দিক প্রতীক (Non-Verbal Symbol) : স্বয়ংসম্পূর্ণ অর্থবােধক শব্দ ছাড়া বিভিন্ন

ভাষার বর্ণমালার বর্ণ বা গণিতের বিশেষ প্রতীক যখন কোনাে কিছুর নির্দেশক হিসেবে

ব্যবহৃত হয় তখন তাকে অশাব্দিক প্রতীক বলে। যেমন, বাংলা বর্ণমালার ক, খ, গ বা

ইংরেজি বর্ণমালার p, q. r, s অথবা গণিতের + (যােগ), - (বিয়ােগ), x (গুণ), + (ভাগ)

ইত্যাদি অশাব্দিক প্রতীক হিসেবে বিবেচিত হয়ে থাকে। এ জন্য অনেক ক্ষেত্রে অশান্দিক

প্রতীককে বর্ণ প্রতীকও বলা হয়।

উল্লেখ্য যে, প্রায় ক্ষেত্রেই শাব্দিক প্রতীকগুলাের অর্থ অস্পষ্ট ও দ্ার্থক থাকে, যার ফলে

প্দের প্রকৃত অর্থের পরিবর্তন ঘটতে পারে। এবং এসব শব্দের মাধ্যমে অনেক সময়ই

এরতার কাছে বক্তার চিন্তা ও আবেগ ভুলভাবে উপস্থাপিত হতে পারে। এ জন্যই আধুনিক

যুক্তিবিদগণ যুক্তিবিদ্যায় কেবল অশাব্দিক প্রতীককেই ব্যবহার করার পক্ষপাতি। কারণ

2
$ 0.00

Comments

Thanks for sharing this information about logic. Logic is very essential part of our education. Keeping your writing skills.

$ 0.00
3 years ago