কাপড় পরেও উলঙ্গ নারীদের জন্য দুঃসংবাদ। ‘কাপড় পরেও উলঙ্গ’ মহিলা কারা?
মহানবী সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘দুই প্রকার জাহান্নামী মানুষ আসবে,যাদেরকে আমি আমার যুগে দেখতে পাচ্ছিনা। এক প্রকার হচ্ছে, ঐ সকল মহিলা যারা ‘কাপড় পরিধান করেও উলঙ্গ’ থাকবে। তারা সাজ-সজ্জা করে পর পুরুষকে আকৃষ্ট করবে এবং নিজেরাও অন্য পুরুষদের প্রতি আকৃষ্ট থাকবে। তাদের মাথার খোপা (সাজ সজ্জা ও ফ্যাশানের দরুণ) উটের কুঁজের মত এদিক ওদিক হেলানো থাকবে।তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি তারা জান্নাতের সুগন্ধিটুকুও পাবে না। অথচ, জান্নাতের সুগন্ধি পাঁচশ বছর রাস্তার দূরত্ব থেকেও অনুভব করা যাবে।’ সহীহ মুসলিমঃ ২১২৮।
শায়খুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই হাদীসের ব্যাখ্যায় বলেছেন,‘কাপড় পরেও উলঙ্গ হচ্ছে সেই সমস্ত নারী, যারা এতো পাতলা কাপড় পরিধান করে যে,কাপড়ের মধ্য দিয়ে তাদের গায়ের চামড়া দেখা যায়,অথবা এমন টাইট পোশাক পরে যে,যার কারণে তাদের শরীরের আকৃতি বোঝা যায়।’ মাজমু’ ফাতাওয়াঃ ১৪৬/২২।
0
16
Written by
Kamrul16
Kamrul16
4 years ago
গল্পটা পড়ে আমার খুবই ভালো লাগলো। কিছু কিছু মানুষের জন্য সমাজ তার অধস্তন চলে যাচ্ছে। এইভাবে যদি সমাজ অধঃপতনে চলে যেতে থাকে তাহলে একদিন আমাদের অস্তিত্বই খুঁজে পাওয়া যাবে না।