ডায়েরী

0 9
Avatar for Kamrul16
3 years ago

ডায়েরি

অমিয় চক্রবর্তী

আমি যেন বলি, আর তুমি যেন শোনো

জনমে জনমে তার শেষ নেই কোনো।

দিনের কাহিনী কত, রাত চন্দ্রাবলী

মেঘ হয়, আলো হয়, কথা যাই বলি ।

ঘাস ফুটে, ধান ওঠে, তারা জ্বলে রাতে,

গ্রাম থেকে পাড়ি ভাঙে নদীর আঘাতে ।

দুঃখের আবর্তে নৌকো ডোবে, ঝড় নামে,

নূতন প্রাণের বার্তা জাগে গ্রামে-গ্রামে —

নীলান্ত আকাশে শেষ পাইনি কখনো-

আমি যেন বলি, আর তুমি যেন শোনো ।।

তুমি যেন বলো, আর আমি যেন শুনি

প্রহরে-প্রহরে যায় কল্পজাল বুনি ।

কুমুদকহ্লার ভাসে থৈ-থৈ জলে,

কোথা মাঠ ফেটে যায় মারীর অনলে ।

আঙিনায় শিশু খেলে, ফুলে ধরে মৌ,

তুলসীতলায় দীপ জ্বালে মেজো বৌ,

সানাই বাজানো রাতে হঠাৎ জনতা

বিয়ে ভেঙে মালা ছিঁড়ে ছড়ায় মত্ততা ।

মানুষের প্রাণে তবু অনন্ত ফাল্গুনী—

তুমি যেন বলো আর আমি যেন শুনি ।।

1
$ 0.00

Comments

ধন্যবাদ কবিতার লেখক কে কবিতাটি খুব সুন্দর ভাবে লিখেছেন। আশা করি এই ধরনের কবিতা পরবর্তীতে আরো আমাদের মাঝে উপস্থাপন করবেন।

$ 0.00
3 years ago

ডাইরি নামের কথাটার সাথে অনেকের স্মৃতি লুকিয়ে আছে। লুকিয়ে আছে কিছু কথা। সেরকমই একটা গল্প বল উপরে দেয়া আছে।

$ 0.00
3 years ago