Bocon

0 3

অবস্থান প্যারিসে'- ‘ পক্ষিরাজ ঘােড়া উড়তে পারে ’-এ বচনটি মিথ্যা।

আইফেল ‘ আইফেল টাওয়ার টাওয়ারের রয়েছে। অন্যদিকে উড়তে পারে এমন পক্ষিরাজ কোনাে ঘােড়ার

আমরা কোথাও

অভিজ্ঞতায়

কারণ বাস্তব যুক্তি প্রণয়নে কিছু বিধি অনুসরণ করতে হয়। কোনাে যুক্তির সিদ্ধান্ত যদি

.

অস্তিত্ব খুঁজে পাইনি।।

যুক্তিবিদ্যায় নিঃসৃত হয় তাহলে যুক্তিটি বৈধ হবে। বৈধ যুক্তির ক্ষেত্রে

| আশ্রয়বচন থেকে বিধিসম্মতভাবে।

আশ্রয়বচন ও সিদ্ধান্তের মধ্যে এমন সম্বন্ধ থাকে যে, আশ্রয়বচন সত্য বা মিথ্যা যা-ই হোক

স্বীকার করলে সিদ্ধান্তকে আর অস্বীকার করা যায় না। কাজেই

না, কেন নির্ভর আশ্রয়বচনটিকে করে যুক্তির গঠনকাঠামাে বা তার আকারের ওপর। সেক্ষেত্রে কোনাে যুক্তি বৈধ =

যুক্তির বৈধতা তার অন্তর্গত বচনগুলাের বাস্তবের সাথে সঙ্গতিপূর্ণ হওয়ার ওপর নির্ভর করে।

হলে সেই আকারের যে কোনাে যুক্তিই বৈধ হবে। যেমন,

সকল মানুষ হয় মরণশীল।

সকল দার্শনিক হয় মানুষ।

সুতরাং সকল দার্শনিক হয় মরণশীল।

এটি একটি বৈধ যুক্তি। কারণ, এর সিদ্ধান্ত আশ্রয়বচনদ্বয় থেকে নিয়মসঙ্গত উপায়ে

অনুসৃত হয়েছে, এবং যুক্তিটির অন্তর্গত প্রতিটি বচনই সত্য। আবার,

সকল মানুষ হয় সম্পদশালী।

সকল দরিদ্র হয় মানুষ।

সুতরাং সকল দারিদ্র হয় সম্পদশালী।

প্রদত্ত যুক্তিটির অন্তর্গত প্রথম আশ্রয়বচন ও সিদ্ধান্ত মিথ্যা হলেও যুক্তিটি বৈধ। কারণ

এ যুক্তিটির আকার পূর্বোক্ত যুক্তিটির আকারের অনুরূপ। যদিও উভয় যুক্তির বিষয়বস্তু ভিন্ন।

|

বস্তুত দুটি যুক্তিরই বৈধ আকার হলাে

AII M is P

AII S is M

..AII S is P

তার আশ্রয়বচন সিদ্ধান্ত বৈধ যুক্তির সত্য মিথ্যা হলে আকার এরূপ সিদ্ধান্ত কখনাে এমন আবশ্যিকভাবে হতে হবে পারে যে, না যুক্তিটির সত্য। যদি হবে এরূপ। অন্তর্গত একইভাবে হয় যে তাহলে কোনাে আশ্রয়বচন বাস্তব অবৈধ সত্য দৃষ্টান্তে অথচ

|

আর দৃষ্টান্তই সেই অবৈধ অবৈধ হবে যুক্তির। যেমন আকারটিও, অবৈধ হবে এবং সেই অবৈধ আকারের যুক্তি যে কোনো হবে।

সুতরাং সকল কবি সকল হয় মানুষ মানুষ। কবি

এ হয়

যুক্তির আশ্রয়বচন সত্য

মানুষ হলেই কিন্তু

যে কেউ হবে- একথা সিদ্ধান্ত

কবি মিথ্যা কারণ কবিরা

সঠিক নয়। মানুষ একথা সত্য।

1
$ 0.00

Comments

গল্পের টাইটেল দেখে প্রথম এ বুঝতে পারিনি আসলেই কি।একটু হতভম্ব হয়ে গেলাম।পরে দেখলাম লেখক লিখা টা খারাপ লিখেননি।

$ 0.00
4 years ago

This post is about bocon. This article is very important for our life. Shahid minar is very essential to our country.

$ 0.00
4 years ago