Allama jubair

0 8

২০২০-২০২১ সালের বাজেট প্রতিক্রিয়ায়-অধ্যক্ষ আল্লামা জুবাইর

----------------------------------------------------------------

৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বিশালাকারের

বাজেট বাস্তবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

--------------------------------------------------------------------

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর ২০২০-২০২১ সালের জন্য মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক ৫ লাখ ৬৮ হাজার টাকার বিশালাকারের জাতীয় বাজেট ঘোষনার প্রতিক্রিয়ায় বলেছেন-বর্তমান করোনা মহামারিতে গোটা বিশ্ব মানবিক বিপর্যয়ের শিকার। ফলে তাবৎ বিশ্ব অর্থনীতি মন্দা কবলিত। এমনিতর পরিস্থিতিতে ১ লাখ ৮৯ হাজার কোটি টাকার ঘাটতি বাজেট বাস্তবায়ন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। বৈদেশিক ঋণ ও অভ্যন্তরীন ব্যাংকিং খাত থেকে এ ঘাটতি মেটানোর প্রস্তাবনা থাকলেও তা বাস্তবায়ন কঠিনসাধ্য হয়ে পড়বে। উপরন্তু প্রস্তাবিত বাজেটে ৮'২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা কেভিড-19 সংকট কাটিয়ে না উঠলে কখনও অর্জন করা সম্ভব নয়। এছাড়াও ঘোষিত বাজেটে সামাজিক নিরাপত্তা,স্বাস্থ্য ও কৃষি খাতে বাজেটের আকার বৃদ্ধি ইতিবাচক হলেও তা বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি করোনা মোকাবিলায় ১০ হাজার কোটি টাকার থোক বরাদ্দের ক্ষেত্রে দুর্নীতি ও অপচয়ের সম্ভাবনা সর্বাধিক বলে মন্তব্য করে তিনি আরও বলেন,- আগে ২ শতাংশ খেলাফি ঋণ জমা দিয়ে ১০ বছর পর্যন্ত ঋণ নিয়মিত করার সুযোগ দেয়া হয়েছে। যেটি পরোক্ষভাবে বড় বড় ঋণ খেলাফিদের অধিকতর উৎসাহিত করবে। ১০ শতাংশ কর প্রদানের মাধ্যমে পূঁজিবাজারে (অপ্রদর্শিত আয়) কালো টাকা সাদা করার প্রস্তাবনা বিনিয়োগ বৃদ্ধিতে অনেকাংশে সহায়ক হতে পারে। এছাড়াও অর্থনৈতিক পূর্বাবস্থা ফিরিয়ে আনতে বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়ন তথা নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দুরীকরণে বিশেষ গুরুত্বারোপ করা হয়নি।

1
$ 0.00

Comments