আমাদের নবী হযরত মুহাম্মদ মোস্তফা (স:) ফরমাইয়াছেন আমার উম্মতের মধ্যে যে ধর্ম সম্বন্ধে অন্তত 40 টি হাদিস জেনে রাখবে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন আলেম হিসেবে উঠাবেন এবং আমি তার জন্য সুপারিশ করব এবং তার পক্ষে সাক্ষ্য দিব।
হাদিস নং 1: ইন্নামাল আমালু বিন নিয়াত।
অর্থ: নিয়তের উপর কর্মের ফলাফল নির্ভর করে। (বুখারি,মুসলিম)
হাদিস নং 2: ইন্নামাল আলু বিল খাওয়াতিম।
অর্থ: শেষ আমলেই সর্বশ্রেষ্ঠ আমল। (মুসলিম শরীফ)
হাদিস নং 3: তালাবুল ইলমে ফারিদাতুল আলা কুল্লি মুসলিমিন।
অর্থ: প্রত্যেক মুসলমান নর-নারীর উপর এলেম শিক্ষা অবশ্য ফরজ। (বুখারি)
হাদিস নং 4: খাইরু কম মান্তা আল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ।
অর্থ: তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যিনি নিজে কুরআন পড়ে এবং অন্যকে শিক্ষা দেয়। (বুখারি শরীফ)
হাদিস নং 5: আফদালুল ইবাদতে তেলাওয়াতে কুরআন।
অর্থ: কুরআন শরীফ তেলাওয়াত করা সর্বোত্তম নফল এবাদত।
Thanks