আমাদের নবী হযরত মুহাম্মদ মোস্তফা (স:) ফরমাইয়াছেন আমার উম্মতের মধ্যে যে ধর্ম সম্বন্ধে অন্তত 40 টি হাদিস জেনে রাখবে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন আলেম হিসেবে উঠাবেন এবং আমি তার জন্য সুপারিশ করব এবং তার পক্ষে সাক্ষ্য দিব।
হাদিস নং 6:আওয়ালু মা ইউহাসাবু বিহিল ইআওমাল কিয়ামাতিস সালাত ।
অর্থ: কেয়ামতের দিন বান্দার নিকট হতে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে ।
হাদিস নং 7: আত্তুহুরু সাতরুল ইমান।
অর্থ: পবিত্রতা ঈমানের অঙ্গ।
হাদিস নং 8: মিফতাহুল জান্নাতি আস সালাত।
অর্থ: নামাজ বেহেস্তের চাবি।
হাদিস নং 9: আলঅলামা ওয়া রাসাতুল আম্বিয়া।
অর্থ: আলেমগণই পয়গম্বরনের উত্তরাধিকারী।
হাদিস নং 10: লা ইয়ারহামুল্লাহু মান ইয়ারহামুন নাস।
অর্থ: যে অপরের উপর দয়া করে না আল্লাহ তাআলা তার উপর দয়া করেন না।
Khub sundor post